12Newsworld

Stay updated with India's politics, Bengal's latest news, government programs, education jobs, and lifestyle insights

Unified Pension Scheme : এই বার সকলেই পাবেন পেনশন ঘোষণা অশ্বিনী বৈষ্ণবের

 Unified Pension Scheme : এই স্কিমে থাকছে পেনশনের সুবিধা কেন্দ্রীয় সরকারের চমকপ্রদ ঘোষণা।

                        

                         

Unified Pension Scheme : এই বার সকলেই পাবেন পেনশন ঘোষণা অশ্বিনী বৈষ্ণবের

Narendra Modi Government : লোকসভা নির্বাচনে জিতে যাওয়ার পড়ে কেন্দ্রীয় সরকারের আরেকটি গুরুত্তপূর্ণ পদক্ষেপ নতুন পেনশন যোজনা।

এই নতুন Unified Pension Scheme  যোজনা কি ভাবে লাভ পাওয়া যাবে।

এই নতুন পেনশন স্কিম UPS এর মাধ্যমে লাভ পাবেন প্রায় তেইশ লক্ষ সরকারি কর্মচারী।যে রাজ্য গুলিতে বিধানসভা নির্বাচন হতে চলেছে সেই রাজ্যগুলির জন্য একটি রাজ্য ও একটি কেন্দ্রশাসিত অঞ্চলের জন্য চালু হয়েছে এই ব্যাবস্থা। কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা তিনটি ধাপে পেতে ,পারেন পেনশন। 1. Assured Pension
2. Assured Family Pension 3. Assured Minimum Pension: 

এই পেনশন স্কিমে দুটি ধাপে কি সুবিধা পাবেন।

1. Assured Pension : প্রথমেই জেনে নিন নিশ্চিত পেনশন স্কিমের বিষয়ে।কেন্দ্রীয় কর্মচারী তার এভারেজ বেসিক স্যালারি র পঞ্চাশ শতাংশ পেনশন পাবেন অবসরের এক বছর আগে। সেই কেন্দ্রীয় সরকারি কর্মচারী কে পঁচিশ বছর চাকরী করতে হবে।
এই স্কিমে সমানুপাতিক পরিষেবার সর্বনিম্ন 10 বছর পর্যন্ত সংক্ষিপ্ত পরিষেবার সময়কাল হিসাবে পেনশন দেওয়া হবে।
 
                 
2. Assured Family Pension : যে কর্মী  মৃত্যু ,হয়েছে সেই ক্ষেত্রে, পরিবার পেনশনভোগীর দ্বারা শেষ অঙ্কিত অর্থের 60 শতাংশ পেনশন পাবে। 
3. Assured Minimum Pension: এই স্কিমে কেন্দ্রীয়  সরকারি কর্মচারী minimum pension পাবেন দশ হাজার টাকা যদি তিনি কাজ করে থাকেন দশ বছর ওই প্রতিষ্ঠানে।
               
এখন যে পুরাতন স্কিম সেখানে কর্মচারীদের থেকে দশ শতাংশ দেওয়া হয় ও কেন্দ্রীয় সরকার দিতো 14 শতাংশ।এখন ইউপিএস সহ 18.5 শতাংশ দেবে সরকার এটাই ঘোষণা হয়েছে।
ইউনিফাইড পেনশন স্কিম (Unified Pension Scheme) মর্যাদা এবং আর্থিক নিরাপত্তা 
প্রদান করবে এমনটাই জানিয়েছেন প্রধানমন্ত্রী
See also  Indian law divorce : প্রফেসর স্ত্রী চাইলেন ভরণ পোষণ ,শীর্ষ আদালত কি নির্দেশ দিলো