Chief Minister West Bengal : এটি কোনও রাজনৈতিক ফোরাম নয়; মুখ্যমন্ত্রীর পদত্যাগ প্রসঙ্গে সুপ্রিকোর্টের প্রধান বিচারপতির চন্দ্রচূড় মন্তব্য করেছেন

Suprime Court : SSC মামলা ২৬ হাজার চাকরি বাতিল শুনানি পিছিয়ে গেলো

Spread the love

সুপ্রিমকোর্টে পিছিয়ে গেলো SSC ২৬ হাজার চাকরি বাতিল শুনানি ,বিচারপতি চন্দ্রচূড় তার বেঞ্চে এখনই হচ্ছে না মামলার শুনানি জানানো হয়েছে

রাজ্যে শিক্ষা দুর্নীতির নজির বাতিল ২৬ হাজার চাকরি এই পরিমাণ সংখ্যা দেখে হতবাক হয়েছিলেন সাধারণ মানুষ ।

এই মামলায় বিচারপতি ,দেবাংশু বসাক ও মহম্মদ শব্বর রশিদির ডিভিশন বেঞ্চ নির্দেশ দেয় ২৫,৭৫৩ জন শিক্ষক এবং শিক্ষাকর্মীর চাকরি বাতিল ঘোষণা হয়।

সেই বিষয়ে রাজ্য সরকার মামলা দায়ের করে শীর্ষ আদালতে যান চাকরী বাতিল শিক্ষকরা।রাজ্য নতুন পোস্টের বিষয়ে জানিয়েছিলো সেখানে দুর্নীতিতে চাকরী পাওয়া দের চাকরী থাকবে।সেই নিয়ে বিতর্ক সৃষ্টি হয়।

কোলকাতা হাইকোর্টের নির্দেশে সাদা খাতা জমা দিয়ে চাকরি পেয়েছিলেন বেতন সুদ নিয়ে ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছিলেন। লোকসভা ভোটের ,আগে হাই কোর্টের নির্দেশের উপর অন্তর্বর্তিকালীন স্থগিতাদেশ দেয় সুপ্রিম কোর্ট।

সেই মামলায় শুনানি হওয়ারশুনানি হওয়ার কথা ছিলো মঙ্গলবার প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের ডিভিশন বেঞ্চে, মামলার চাপ থাকায় তালিকাভুক্ত SSC মামলা সেটি ২৪ সেপ্টেম্বর ধার্য করা হয়েছে সেদিন শুনানি হওয়ার ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *