CBI : তিলোত্তমা ধর্ষণ-খুন মামলায় টালা থানার প্রাক্তন ওসি গ্রেফতার হয়েছেন(Tala PS Former OC Arrest ), সন্দীপ ঘোষের পরে অভিজিৎ মণ্ডল কে অ্যারেস্ট সিবিআই র এতদিন পর্যন্ত এই ঘটনায় গ্রেফতার সিভিক ভলেন্টিয়ার ৯ অগস্টের ঘটনায় মূল অভিযুক্তকে গ্রেফতার করা হয় সিবিআই এর হাতে তুলে দেওয়া হয়।আরজি করে ধর্ষণ-খুন মামলায় এখন পর্যন্ত তিন জনকে গ্রেফতার করা হলো।
তাদের বিরুদ্ধে প্রমাণ লোপাটের অভিযোগ এনেছে সিবিআই,দিল্লির সিবিআই হেড কোয়ার্টার থেকে কলকাতায় আসেন সিবিআই জয়েন্ট ডিরেক্টর ।ডাক্তারদের সাথে মুখ্যমন্ত্রীর বৈঠক হয়নি ভিডিও রেকর্ডিং এ রাজি হয়নি রাজ্য প্রশাসন ।সিবিআই জয়েন্ট ডিরেক্টর খোঁজখবর নিতে থাকেন মিসিং অফ এভিডেন্স এর কথা বলেন সিবিআই অফিসারেরা।
এর আগে RG Kar প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ কে দুর্নীতি মামলা এরেস্ট করা হয়েছে এবার son arrest করা হলো সন্দীপ ঘোষ সহ দুজনকে। তালা থানার প্রাক্তন ওসি তাকে ও অ্যারেস্ট করা হয়েছে
জুনিয়র চিকিৎসকদের মঞ্চে এদিন যান রাজের মুখ্যমন্ত্রী তারপরে কালীঘাটে বৈঠক করার কথা থাকলেও সেই বৈঠক হয়নি ভিডিও রেকর্ডিং রাজ্য প্রশাসন রাজি নয়। সন্দীপ ঘোষ তালা থানার ওসি অ্যারেস্ট পাওয়া খুবই তাৎপর্যপূর্ণ এই সময়ে
টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মন্ডলকে সল্ট লেক সিজিও কমপ্লেক্স এর দীর্ঘক্ষণ জেরা করার পরে এদিন গ্রেফতার করে সিবিআই । তাদের তরফ থেকে জানানো হয়েছে এরা সরাসরি ডাক্তার খুন এবং ধর্ষণের ঘটনায় অভিযুক্ত না হলেও তথ্য-প্রমাণ লোপাটে সাহায্য করেছেন অভিযোগ থাকতে পারে সেই কারণেই এই গ্রেপ্তার হয়েছেন
RG Kar প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ কে ট্রানজিট রিমান্ডে নেয়ার ব্যাপারেও কথা শোনা যাচ্ছেে রবিবার এদেরকে তোলা হবে শিয়ালদহ আদালতে।
আরজি করের ঘটনায় তালা থানার প্রাক্তন ওসির (Tala PS Former OC Arrest)ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ তাই ধর্ষণ এবং খুনের মামলায় এরেস্ট তদন্তে প্রভাব ফেলতে পারে মনে করা হচ্ছে ।