when was the last lunar eclipse আজ চন্দ্রগ্রহণ 2024 এর শেষ গ্রহণ সম্বন্ধে বিশদে জেনে নিন।
ভারতীয় সময় অনুসারে, ১৮ সেপ্টেম্বর এই গ্রহণের সময় থাকবে ভোর ৬ টা ১১ মিনিট এই দীর্ঘ সময় গ্রহণ সত্যি বিরলতম প্রায় পাঁচ ঘণ্টা গ্রহণ থাকবে।এই চন্দ্রগ্রহণ সমাপ্ত হবে ১৮ সেপ্টেম্বর বেলা ১০ টা ১৭ মিনিট
Lunar eclipse september 2024 time
From which countries will the lunar eclipse 2024 be seen? এই চন্দ্রগ্রহণ দেখার অপেক্ষায় ভারতবর্ষের জনসাধারণ। চন্দ্রগ্রহণের সময় (at what time is the lunar eclipse today) এই বিষয়ে জানাতে চাই ভারতবর্ষ থেকে দেখা যাবে না এই গ্রহণ তবে গ্রহণ দেখতে পাওয়া নিয়ে আরেকটি তথ্য আছে।
what is a lunar eclipse : চাঁদ পৃথিবী, সূর্য ও চন্দ্রের মাঝে অবস্থানরত থাকলে পৃথিবীর ছায়া পরে চাঁদের উপর ,তখন পৃথিবী থেকে চাঁদকে অর্ধেক অংশ দেখা যায়।
চাঁদের আলোকিত অংশ আমাদের সামনে দেখা যায় না অন্ধকার অংশ সেটা বেশি দেখা যায়।এই চন্দ্রগ্রহণ দেখা যাবে পশ্চিম এশিয়া, উত্তর ও দক্ষিণ আমেরিকা, ইউরোপ, আফ্রিকা, আন্টার্টিকা ইত্যাদি দেশ থেকে
চন্দ্রগ্রহণ শাস্ত্রীয় মতামত : আমাদের মানবজীবনে গ্রহের সঙ্গে সম্পর্কিত দৈনন্দিন কাজ এমনটাই মেনে চলে সাধারণ মানুষ।এই চন্দ্রগ্রহণ তারও ভূমিকা রয়েছে মানবজীবনে।২০২৪ চন্দ্রগ্রহণ( lunar eclipse september 2024) মানবজীবনে ভূমিকা রাখে।বিশেষত Super Moon হিসাবে দেখা যাবে ভারতবর্ষ থেকে।
গ্রহণের সময় খাদ্য গ্রহণ ,রান্না বন্ধ রাখতে বলছেন শাস্ত্র বিশেষজ্ঞরা খাবারের বিশেষত আমিষ ভক্ষণ নয় ডাল সবজি জাতীয় সবুজ খাদ্য গ্রহণের পরামর্শ দেওয়া হচ্ছে।তুলসি পাতার পরামর্শ দেওয়া হচ্ছে ।খাবারে তুলসি পাতার ব্যাবহার উপযোগী।এছাড়া ফল ও গরম পানীয় খাওয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরাা । শান্ত মনে শাস্ত্রীয় ধ্যান বই পড়তে থাকুন।ঝগড়া থেকে বিরত থাকুন।নিজের , অবস্থান মানসিক চাপ এই সময় বৃদ্ধি পায় সতর্ক থাকুন।জ্যোতিষী পণ্ডিত পঙ্কজ পাঠক একটি দৈনিকে জানিয়েছেন। তিনি জানিয়েছেন যে ১৭ সেপ্টেম্বর থেকে পিতৃপক্ষ শুরু হচ্ছে।ভারতে এই চন্দ্রগ্রহণ (lunar eclipse september 2024)দেখা যাবে না। তবে শাস্ত্রীয় নিয়ম মেনে চলে ভালো বলেছেন।