Bengali model: দু-হাতে ঢাকা স্তন ;মা দুর্গার সামনে মডেলের কাণ্ডে অবাক সোশ্যাল মিডিয়া

Bengali model : মা দুর্গার সামনে মডেলের কাণ্ডে অবাক সোশ্যাল মিডিয়া, এই রকম আপত্তি জনক জিনিষ ও দেখতে হতে পারে সেই নিয়ে তীব্র ক্ষোভ সাধারণ মানুষের

সামাজিক মাধ্যমে এই জিনিষ দেখা গেলেও হিন্দু ধর্মের দেবীর সামনে(hindu religion country) এই বিক্ষোভ দেখা যায়নি ।আরজি কর কাণ্ডের বিক্ষোভ দেখিয়েছে ভারতবর্ষের সকল মানুষ। ডাক্তারদের এই বিক্ষোভে সামিল হয়ে নাচে গানে বিক্ষোভ প্রদর্শন ছিলো সাধারণ মানুষের কাছে পরিচিত।

এই ভাবে কলকাতার এক দুর্গাপুজো মণ্ডপে শরীর প্রদর্শন সেটা মেনে নিচ্ছেন না সাধারণ মানুষ ।মডেলের কাণ্ডে ক্ষোভ দেখিয়েছেন মহিলারা ও ।

নারী-স্বাধীনতা নামে বরদাস্ত করছেন না এই আচরণ, হিমোশ্রী ভদ্র (Bengali model) মিস কলকাতা ২০১৬ খেতাব পেয়েছেন,তার কুরুচিকর’ ও ‘অশালীন’ পোশাকের তাও আবার হিন্দু দেব দেবীদের কাছে

,তিনি সমাজ মাধ্যমে ট্রলড হয়েছেন।,দুই বন্ধু কে নিয়ে উর্ধাঙ্গ প্রায় উন্মুক্ত, স্তনযুগল ঢেকে রেখেছে দুই হাত,এই রকম পোস্ট করেছেন

সমাজ মাধ্যমে মডেল-ইনফ্লুয়েন্সার লিখেছেন এটা এতটাই বিদ্রোহী ছিল, আমরা কখনই ভাবিনি যে এটাও সম্ভব;সর্বদা জানতাম যে আমাদের শরীর ‘খারাপ,এটি তাদের নতুন অভিজ্ঞতা দেয়।

এই রকম ব্যাবহার প্রদর্শন ভারতবর্ষের বিভিন্ন ধর্মীয় উৎসব হয় (religious festivals of India) এক ব্যাক্তি মন্তব্য করেছেন ধর্মীয় উৎসবকে ফটোসেশনে পরিণত করেছে।

পোশাকের স্বাধীনতা আছে। আমাকে পুরোনোপন্থী ভাবতে পারেন তবে এটি পুরোপুরিভাবে মূর্খতা।

মন্দির বা মণ্ডপের মতো পবিত্র স্থানে,দুর্গাপুজো মণ্ডপের মডেলের কাণ্ডে(Bengali model) এই জাতীয় পোশাক পরিচ্ছদ বাঞ্ছনীয় নয় সোশ্যাল, মিডিয়া ব্যাবহারকারী জানিয়েছেন।

By Argha Bhattacharyya

I am experienced three years in politics ,bengal culture,besides my experience & Our report is published after accurate data analysis

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *