12NewsWorld - Latest News, Politics, Technology, Education, Sports Updates12NewsWorld - Latest News, Politics, Technology, Education, Sports & Tips

Govinda Shot himself : অভিনেতা গোবিন্দা নিজেই গুলি করেছেন

Govinda Shot himself : অভিনেতা গোবিন্দা নিজেই গুলি করেছেন

Govinda Shot himself : অভিনেতা গোবিন্দা গুলি পায়ে লেগেছে বলে খবর । চাঞ্চল্যকর তথ্য তিনি হঠাৎ অসাবধানতায় গুলি চালিয়ে দিয়েছেন ।সেই গুলি পায়ে লেগে তিনি ভর্তি হসপিটালে। মিডিয়া রিপোর্ট জানিয়েছে তিনি ঘরে ছিলেন।ফ্লাইট জন্য রেডি হচ্ছিলেন।

সেই মুহূর্তে তিনি বাড়ি থেকে বেরিয়ে কোলকাতায় একটি অনুষ্ঠানে যাচ্ছিলেন। ফ্লাইট জন্য বেরোতে গিয়ে হঠাৎ রিভলভার থেকে গুলি বেরিয়ে যায় গিয়ে লাগে গোবিন্দ পায়ে (Actor Govinda Shot Himself)

এই বিষয়ে তার ম্যানেজার জানিয়েছেন বাড়ি থেকে বেরিয়ে তিনি অনুষ্ঠানে যাচ্ছিলেন সেই সময় গুলি বেরিয়ে অসাবধানতায় সেটি অভিনেতার পায়ে লাগে। তাকে ভর্তি করা হয়েছে কাছে একটি হসপিটালে।অভিনেতা সুস্থ আছেন তিনি একটি ভিডিও বার্তা দিয়েছেন ভক্তদের উদ্দেশ্যে।

Where was Sunita when the incident occured?

অভিনেতা গোবিন্দা তার বন্দুকটি বাজেয়াপ্ত করেছে পুলিশ ।এই ঘটনা যখন হয় অভিনেতা একা ছিলেন ,তার রুমে তিনি তৈরি হচ্ছিলেন। তার সহধর্মিণী সুনিতা ( Govinda Wife Sunita) অভিনেতার কন্যা বাড়িতে ছিলেন না তার রক্ষী ছিলেন নিচে একতলায়,তিনি বেরোবেন বলে নিচে দাঁড়িয়েছিলেন।

তিনি ভক্তদের উদ্দেশ্য জানিয়েছেন আমি সুস্থ আছি । আপনাদের আশীর্বাদ মা বাবা ও গুরুর কৃপায় ভালো আছি।গুলি পায়ে লেগেছিলো বেরিয়ে গেছে ।আমি ধন্যবাদ দিতে চাই ডাক্তার ও আপনাদের ।আমি ঠিক আছি সুস্থ আছি।আপনাদের পার্থনার জন্য

See also  Allu Arjun arrested : পুষ্পা টু অভিনেতা আল্লু অর্জুন হায়দরাবাদ পুলিশের হাতে গ্রেপ্তার