12NewsWorld - Latest News, Politics, Technology, Education, Sports Updates12NewsWorld - Latest News, Politics, Technology, Education, Sports & Tips
West Bengal imd issue warning Cyclone Dana : বাংলা তে দুর্যোগের আশঙ্কা ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ডানাWest Bengal imd issue warning Cyclone Dana : বাংলা তে দুর্যোগের আশঙ্কা ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ডানা

Cyclone news West Bengal : বাংলা তে দুর্যোগের আশঙ্কা আইএম ডি ( imd issue warning Cyclone Dana ) জারি করেছে সতর্কতা।পশ্চিমবঙ্গ উপকূল এবং ওড়িশা উপকূলের দানা বাঁধছে ডানা । বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় প্রাবল্য এতটাই হবে ,সতর্ক রাজ্য প্রশাসন।

বাংলায় দুর্যোগের চোখরাঙানি ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ডানা (Cyclone Dana) 2024 এর কালী পূজা ৩১ অক্টোবর (১৪ কার্তিক), তার মধ্যেই ২৩ তারিখ শক্তি বাড়িয়ে আসতে করছে Cyclone, ঘন্টায় ঝড়ের গতিবেগ থাকবে ১০০ থেকে ১১০ কিলোমিটার । সেটা বেড়ে ১২০ কিলোমিটার প্রতি ঘণ্টায়ও হতে পারে

Cyclone Dana landfall : বাংলায় দুর্যোগে সতর্কতা ঘূর্ণিঝড় ডানা নিয়ে সতর্ক রাজ্য প্রশাসন

ঘূর্ণিঝড় ডানা লান্ডফল নিয়ে যেটি জানা যাচ্ছে।এটি ২৪ তারিখ সকালে পশ্চিমবঙ্গ উপকূল এবং ওড়িশা উপকূলের কাছাকাছি অবস্থান হবে। শনিবার রাতেই ঘূর্ণাবর্তটি থাইল্যান্ড উপসাগর থেকে আন্দামান সাগরে প্রবেশ করেছে ।মঙ্গলবার শক্তিশালী ঘূর্ণিঝড় দানা তে পরিণত হবে। সম্ভবত বুধবার মধ্যরাতে দক্ষিণবঙ্গের উপকূল এলাকায় আছড়ে পড়বে ঘূর্ণিঝড় ডানা

এই ঘূর্ণিঝড় নাম দিয়েছে কাতার উচ্চারণ দানা(নামের অর্থ মুক্ত) ঘূর্ণিঝড় গুলির নাম দেওয়ার একটি পদ্ধতি আছে(Cyclone Naming) আটলান্টিক মহাসাগর ও এর আশপাশের অঞ্চলে বাতাসের গতি ৬২ কিলোমিটার হলে একটি ঘূর্ণিঝড় বলে বিবেচ্য হয়।Q, U, X, Y ও Z- অক্ষর বাদ দেওয়া হয়।

ইংরেজি বর্ণমালার বাকি অক্ষর দিয়ে নামকরণ হয় বিভিন্ন দেশে ঘূর্ণিঝড় গুলি। নাম গুলি দেওয়ার বিভিন্ন আবহাওয়া সংস্থা আছে ইএসসিএপি (ইকনমিক অ্যান্ড সোশ্যাল কমিশন ফর এশিয়া অ্যান্ড প্যাসিফিক) বা ডব্লিউএমও (বিশ্ব আবহাওয়া সংস্থা) টাইফুন কমিটি, ডব্লিউএমও বা ইএসসিএপি প্যানেল অন ট্রপিক্যাল সাইক্লোন ইত্যাদি কমিটি স্থির করে ঘূর্ণিঝড় নাম কি হবে।

আবহাওয়া দফতর জানিয়েছে ঘূর্ণাবর্তটি ২২ অক্টোবর পূর্ব মধ্য বঙ্গোপসাগরে নিম্নচাপের পরিণত হবে।ঘূর্ণিঝড়ের প্রভাবে বৃষ্টিপাত বৃদ্ধি হবে ২৩ অক্টোবর থেকে দক্ষিণ চব্বিশ পরগনা ও উপকূল অঞ্চলের বাসিন্দাদের নির্দিষ্ট সুরক্ষিত জায়গায় আশ্রয় নেওয়ার বিষয় পরামর্শ দেওয়া হয়েছে।

বৃষ্টিপাত শুরু হবে মঙ্গলবার থেকে মেদিনীপুরে বৃহস্পতিবার ভারী বৃষ্টির সম্ভাবনা কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, ঝাড়গ্রামে।২৩ তারিখ থেকে ২৬ তারিখ উপকূলের জেলা ও বিভিন্ন জেলায় বৃষ্টির সঙ্গে হওয়ার দাপট লক্ষ্য করতে পারা যাবে ,মৎস্যজীবীদের সম্পূর্ণভাবে সমুদ্রে যাওয়ায় নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন।

এই নিয়ে উপকূলবর্তী জেলাগুলিতে চলছে পুলিশের মাইকিং ।মাটির বাড়ি তে না থাকতে পরামর্শ দেওয়া হয়েছে প্রশাসনের তরফ থেকে।

d0a32d71bac529ab981de3e68f0c7807
Web |  + posts

I am experienced three years in politics ,bengal culture,besides my experience & Our report is published after accurate data analysis

By Argha Bhattacharyya

I am experienced three years in politics ,bengal culture,besides my experience & Our report is published after accurate data analysis