SAVE 20241030 241446

পৃথিবীর সুন্দর সম্পর্ক মা ও সন্তানের সেই সম্পর্কে বিবাদ দ্বন্দ্ব দেখেছেন।অর্থের লোভে মা কে হত্যা দেখেছেন ,ধর্ষণ দেখেন নি,সেই ঘটনা ঘটেছে ।

ভারতের উত্তরপ্রদেশে(Uttar Pradesh Shocker) মেইনপুরীর (Mainpuri) আজাদনগর একটি এলাকায়, নিজের মা কে ধর্ষণ করেছে মাদকাসক্ত ।

এই যুবক তিনি মাদকাসক্ত ছিলেন দীর্ঘদিন টাকার জন্য মা কে মারধোর করতে দ্বিধা বোধ ছিলোনা।প্রাথমিক তদন্তে পুলিশ সূত্রে জানা যায় টাকা পয়সা নিয়েই বিবাদের সূত্রপাত।

এই ঘটনায় এলাকায় সাধারণ মানুষের মধ্যে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।শুধু মা কে নয় যুবক নেশায় এমন বুঁদ ছিলো ।মা কে ধর্ষণ করে ছাগলকে ধর্ষণ করে ওই যুবক।

সেখান থেকে বেরিয়ে তিনি মহিলা পুলিশকে যৌন হেনস্থার চেষ্টা করে তখনই পুলিশের হাতে গ্রেফতার হয় ।

  • Sougata Roy: ভারত চ্যাম্পিয়নস ট্রফি জিতলেও রোহিত কে নিয়ে আবারও বেফাঁস সৌগত !!!

    Sougata Roy: ভারত চ্যাম্পিয়নস ট্রফি জিতলেও রোহিত কে নিয়ে আবারও বেফাঁস সৌগত !!!

    Sougata Roy : তৃণমূলের বর্ষীয়ান সাংসদ কংগ্রেস নেত্রীকে সমর্থন করে সমালোচনা করেছিলেন রোহিতের,এবার ভারত চ্যাম্পিয়ন্স ট্রফি(Champions Trophy win) জিতলেও ,বললেন রোহিত প্রলোভনে পা দিয়েছে। তৃণমূলের শিক্ষিত সাংসদ সৌগত রায়, ব্যাক্তি জীবনের প্রফেসর সৌগত র সম্মান ও রাজনৈতিক জীবন বিচিত্র ,তিনি বেফাঁস বলেন ,সেটা দলের নেতা হোক বা সাধারণ মানুষকে। তার একটি মন্তব্য সমালোচিত হয় ভারতীয়…

  • live score cricket

    [live score cricket] Executive Summary This comprehensive guide dives deep into the world of live cricket scores, providing everything you need to stay updated on the action, regardless of where you are. We’ll explore the best ways to access real-time scores, understand the intricacies of the game through key metrics, and discover how to enhance…

  • Rohit Sharma: ভারতীয় দলে, রোহিত কে  চান না সৌগত রায় তৃণমূল সাংসদ

    Rohit Sharma: ভারতীয় দলে, রোহিত কে চান না সৌগত রায় তৃণমূল সাংসদ

    Rohit Sharma: ভারতীয় দল বিশ্বকাপ জিতেছে যার নেতৃত্বে রোহিত তার ফিটনেস নিয়ে মন্তব্য প্রবীণ সাংসদের দলে থাকার যোগ্যতা নেই ভারতীয় অধিনায়কের রোহিত কে নিয়ে মন্তব্য সৌগতর। ওঁর তো টিমে জায়গাই পাওয়া উচিত না। কংগ্রেস নেত্রী যা বলেছেন, ঠিক বলেছেন এদিন ঠিক এই ভাষাতেই রোহিত কে বলেন তৃণমূল সাংসদ।বিশ্বকাপের থেকে এখনও পর্যন্ত এক দুই রান করেছে।দলে…

উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথ রাজ্যে হর হামেশা ধর্ষনের বিষয় শিরোনামে আসে।এই রকম ঘটনা এই প্রথম।

এই এলাকায় নেশা নিয়ে পর্যাপ্ত সচেতনতা মূলক প্রচার নেই বলে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন।এলাকায় নেশাগ্রস্ত সংখ্যা বৃদ্ধি পাচ্ছে।প্রশাসনকে যথেষ্ট সজাগ দৃষ্টি রাখতে বলেছেন স্থানীয় বাসিন্দারা।

কিছুদিন আগে রাজ্যে আরজি করে ঘটনা নিয়ে রাজ্য উদ্বেল হয়েছিলো।মহিলাদের নিরাপত্তা নিয়ে বিক্ষোভে সামিল হয়েছিলেন নারী পুরুষেরা।

উত্তরপ্রদেশে(Uttar Pradesh Shocker) মেইনপুরীর (Mainpuri) আজাদনগর ঘটনা ভারতবর্ষের নারী নিরাপত্তা নিয়ে বিশেষ উদ্বেগের সৃষ্টি করেছে।বিষয়টি যেহেতু ঘরে তে বাড়ির লোকের হাতেই হেনস্থা তাই এই নিয়ে মানুষিক সচেতনতার প্রচেষ্টার দরকার আছে।

By Argha Bhattacharyya

I am experienced three years in politics ,bengal culture,besides my experience & Our report is published after accurate data analysis

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *