পৃথিবীর সুন্দর সম্পর্ক মা ও সন্তানের সেই সম্পর্কে বিবাদ দ্বন্দ্ব দেখেছেন।অর্থের লোভে মা কে হত্যা দেখেছেন ,ধর্ষণ দেখেন নি,সেই ঘটনা ঘটেছে ।
ভারতের উত্তরপ্রদেশে(Uttar Pradesh Shocker) মেইনপুরীর (Mainpuri) আজাদনগর একটি এলাকায়, নিজের মা কে ধর্ষণ করেছে মাদকাসক্ত ।
এই যুবক তিনি মাদকাসক্ত ছিলেন দীর্ঘদিন টাকার জন্য মা কে মারধোর করতে দ্বিধা বোধ ছিলোনা।প্রাথমিক তদন্তে পুলিশ সূত্রে জানা যায় টাকা পয়সা নিয়েই বিবাদের সূত্রপাত।
এই ঘটনায় এলাকায় সাধারণ মানুষের মধ্যে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।শুধু মা কে নয় যুবক নেশায় এমন বুঁদ ছিলো ।মা কে ধর্ষণ করে ছাগলকে ধর্ষণ করে ওই যুবক।
সেখান থেকে বেরিয়ে তিনি মহিলা পুলিশকে যৌন হেনস্থার চেষ্টা করে তখনই পুলিশের হাতে গ্রেফতার হয় ।
SSC Case Update : SSC র সার্ভারে আছে mirror image, RTI ছাত্রী কে কি উত্তর স্কুল সার্ভিস কমিশনের।
Shareরাজ্যের শিক্ষা দুর্নীতি (SSC scam West Bengal latest news) সাম্প্রতিক ২৬০০০ শিক্ষকের চাকরি বাতিল প্রসঙ্গে নানা মহলে প্রশ্ন উঠছে । রাজ্যের শাসক দলের মুখ্যমন্ত্রী তিনি চাকরী ফেরত দিতে বৈঠক করেছেন চাকরী বাতিল শিক্ষকদের সাথে,স্কুল সার্ভিস কমিশনের(SSC Case Update) সাথে কথা বলে , সুপ্রিমকোর্টের নির্দেশ পালনে নিয়োগের ব্যাপারে উদ্যোগী হয়েছেন। স্কুল শিক্ষা দফতরে mirror image কি…
চাকরী বাতিলের আবহে বেতন বন্ধ ৩১৩ জন শিক্ষকের !!! কোলকাতা হাইকোর্ট কি নির্দেশ।
Shareশিক্ষক নিয়োগ নিয়ে পাহাড় প্রমাণ দুর্নীতি ( Teacher Recruitment Scam) মধ্যে এবার বেতন বন্ধের হুঁশিয়ারি কোলকাতা হাইকোর্টের(Calcutta High Court)।তিন দিন সময় দিলো আদালত। আদালতের পর্যবেক্ষণে উঠে আসে রাজ্যকে নির্দেশ দেওয়া হয়েছিলো শিক্ষক নিয়োগের পদ্ধতি আদালতে জানতে, রাজ্য সেই পদ্ধতি না মেনে আদালতের সিদ্ধান্তের অবমাননা করে। (GTA Recruitment Scam)নিয়ে আদালত রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কাছে জানতে চায়।…
SSC Case: ভলেন্টিয়াররি সার্ভিস দিন। আপনাদের তো কেউ স্কুলে যেতে বারণ করেনি, মুখ্যমন্ত্রী।
Shareরাজ্যের বঞ্চিত শিক্ষকদের চাকরি বজায় থাকবে কোন পদ্ধতিতে জানিয়েছেন মুখ্যমন্ত্রী(Mamata Banerjee)। এদিন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে তিনি চাকরিপ্রার্থীদের উদ্দেশ্যে বলেন আপনাদের তো কেউ স্কুলে যেতে বারণ করেনি।চাকরি থেকে পদত্যাগ করতে বলেনি। SSC Scam : শিক্ষকদের স্কুলে যেতে বললেন মুখ্যমন্ত্রী স্কুলে যান শিক্ষাব্যবস্থায় অবনয়ন হচ্ছে আপনি ভলেন্টিয়ারী সার্ভিস দিতেই পারেন।সুপ্রিম কোর্টে( Supreme Court) ২৫ হাজার শিক্ষকের চাকরি…
উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথ রাজ্যে হর হামেশা ধর্ষনের বিষয় শিরোনামে আসে।এই রকম ঘটনা এই প্রথম।
এই এলাকায় নেশা নিয়ে পর্যাপ্ত সচেতনতা মূলক প্রচার নেই বলে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন।এলাকায় নেশাগ্রস্ত সংখ্যা বৃদ্ধি পাচ্ছে।প্রশাসনকে যথেষ্ট সজাগ দৃষ্টি রাখতে বলেছেন স্থানীয় বাসিন্দারা।
কিছুদিন আগে রাজ্যে আরজি করে ঘটনা নিয়ে রাজ্য উদ্বেল হয়েছিলো।মহিলাদের নিরাপত্তা নিয়ে বিক্ষোভে সামিল হয়েছিলেন নারী পুরুষেরা।
উত্তরপ্রদেশে(Uttar Pradesh Shocker) মেইনপুরীর (Mainpuri) আজাদনগর ঘটনা ভারতবর্ষের নারী নিরাপত্তা নিয়ে বিশেষ উদ্বেগের সৃষ্টি করেছে।বিষয়টি যেহেতু ঘরে তে বাড়ির লোকের হাতেই হেনস্থা তাই এই নিয়ে মানুষিক সচেতনতার প্রচেষ্টার দরকার আছে।