SAVE 20241102 232618

রাজ্যের মহিলাদের নিরাপত্তা নিয়ে রাজ্যের বিভিন্ন রাজনৈতিক দল বিজেপি, সিপিআইএম কংগ্রেস বিশেষ ভাবে শাসকের বিরুদ্ধে বিক্ষোভে নেমেছে। কিন্তু এই কংগ্রেস নেতার(Congress Leader) কাণ্ডকারখানা কংগ্রেসের নেতৃত্ব কে বিচলিত করবে এটা বলা যেতে পারে।

রাজ্যের আরজি কর মেডিক্যাল কলেজ ঘটনা নিয়ে সরব কংগ্রেস(Congress party) ,তাদের ও বিক্ষোভে অবতীর্ণ হতে দেখা গেছে,রাহুল গান্ধী কংগ্রেসে ও কেন্দ্রে বিরোধী দলনেতা তিনিও সোশ্যাল মিডিয়া তে এই নিয়ে পোস্ট করেছেন।

এই কংগ্রেস নেতার(Congress Leader) কাজ কারবার নিয়ে তিনি কি বলছেন সেটাই দেখার বিষয় উত্তরপ্রদেশের বাগপতের জেলা কংগ্রেস সভাপতি ,এই রকম ভাবে প্রকাশ্যে মহিলাকে গোপনাঙ্গ দেখাচ্ছেন ।

ইউনুস চৌধুরী কংগ্রেস নেতা( Congress president Yunus Chowdhury) সোশ্যাল মিডিয়ায় এক যুবতীকে নিজের গোপনাঙ্গ দেখাচ্ছেন সেই ভিডিও সমাজ মাধ্যমে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

প্রিয়াঙ্কা গান্ধীর নেতৃত্বে ২০২২ সালের রাজ্য বিধানসভা নির্বাচনে তিনি জয় পেয়েছিলেন।ভারত জড়ো যাত্রায় তিনিও রাহুল গান্ধীর সঙ্গে ছিলেন।

একজন রাজনৈতিক নেতা প্রকাশ্যে গোপনাঙ্গ দেখাচ্ছেন এক মহিলাকে শাসক দল বিজেপি নারী নিরাপত্তা নিয়ে কংগ্রেস নিন্দা জানিয়েছেন।

ইউনুস চৌধুরী কংগ্রেস নেতা(Congress president Yunus Chowdhury) ভিডিওতে দেখা যাচ্ছে তিনি ওই মহিলার বাড়িতে গিয়েছেন তাকে সঙ্গমের জন্য জোর করছেন।

ওই কথপোকথন চলছে সেই সময় মহিলাকে জাপটে তিনি শ্লীলতাহানির চেষ্টা করেছেন ভিডিওতে দেখা যাচ্ছে।

মহিলা তাকে বলছেন আপনি বেরিয়ে যান ,এটা ঠিক হচ্ছে না ।তিনি মহিলাকে প্যান্ট খুলে গোপনাঙ্গ দেখাতে থাকেন।

সোশাল মিডিয়ায় ওই কংগ্রেস নেতার(Congress Leader) কাণ্ডে নিন্দার ঝড় উঠছে।কংগ্রেস নেতৃত্ব এখনও ব্যাবস্থা নেয়নি এই নেতার বিরুদ্ধে । পুলিশে অভিযোগ জানানো হয়নি।

READ  Trust in British politics hits record low, latest BSA survey finds

By Argha Bhattacharyya

I am experienced three years in politics ,bengal culture,besides my experience & Our report is published after accurate data analysis