অভয়ার বিচার নিয়ে বিক্ষোভ আবার এর মধ্যেই শিরোনামে আরজি কর হাসপাতাল, রাজ্যের সাস্থ্য ব্যাবস্থা নিয়ে ডাক্তারদের মধ্যে বিক্ষোভের অভিযোগের মধ্যে আবার আরজি কর সেখানে নিরাপত্তা নিয়ে বড়োসড়ো প্রশ্ন ,এবার নার্সিং পড়ুয়া রক্তাক্ত হওয়ার ঘটনা খবর পাওয়া গেছে
আরজি কর হাসপাতালেই (RG Kar Hospital ) ধর্ষণ করে খুনের ঘটনা ৯ অগাস্ট সেই রাতে অভয়ার ঘটনায় জুনিয়র চিকিৎসকদের কিছু জনের যুক্ত থাকার ঘটনা সূত্র পাওয়া গিয়েছিলো।আবার নার্সিং পড়ুয়ার এই ঘটনায় সহপাঠীর যোগ দেখা গেছে।
এই ঘটনায় নার্সিং পড়ুয়া ( Nursing Student) আরেকজন ছাত্রীর সাথে বচসা সেখান থেকে এই আত্মহত্যার চেষ্টা নার্সিং ছাত্রীর । হাত কেটে তিনি আত্মহত্যার চেষ্টা করেছেন ।গুরুতর আহত অবস্থায় ওই নার্সিং ছাত্রীকে ট্রমা কেয়ার সেন্টারে ভর্তি করানো হয়েছে।
একটি ঘটনা আরজি কর হাসপাতালের ইতিহাসে(RG Kar Hospital) নজির সৃষ্টি করে দিয়েছে।লজ্জিত হওয়ার সেই ইতিহাস শাসক দল তৃণমূল কংগ্রেস ও তার নেত্রী পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তাকেও কাঠগড়ায় এনেছে।সাস্থ্য ব্যাবস্থায় থ্রেট কালচার ও দুর্নীতির বাসা সচক্ষে দেখেছে মানুষ।সেই আরজি কর হাসপাতালেই হোস্টেলে নিরাপত্তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।
নার্সিং পড়ুয়া আত্মহত্যার চেষ্টা তদন্ত শুরু করেছে পুলিশ।
I am experienced three years in politics ,bengal culture,besides my experience & Our report is published after accurate data analysis