Acharya Sanjay Chakraborty : বিখ্যাত বাঙালী সঙ্গীত শিল্পীর বিরুদ্ধে যৌণ হেনস্থার অভিযোগ, তিনি বিখ্যাত বাঙালি প্রথিতযশা শাস্ত্রীয় সঙ্গীতশিল্পী পণ্ডিত অজয় চক্রবর্তী (ajay chakraborty) র ভাই হয়।
এই সঙ্গীত শিল্পীর বিরুদ্ধে অভিযোগ নাবালিকা মহিলা কে সঙ্গীত শিক্ষার নামে যৌণ হেনস্থা র ।
এই শিল্পী আচার্য সঞ্জয় চক্রবর্তী সরকারি পুরষ্কার ও পেয়েছেন সঙ্গীত শিক্ষক (music teacher ) প্রিন্স বখতিয়ার শাহ রোডের প্রাণ সঙ্গীত অ্যাকাডেমিতে যৌণ হেনস্থা করেন।
এই সঙ্গীত শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ ১৫ বছরের নাবালিকাকে একাধিকবার যৌণ হেনস্থার চেষ্টা করেন আচার্য সঞ্জয় চক্রবর্তী (Acharya Sanjay Chakraborty) চারু মার্কেট থানায় অভিযোগ হয় ।
তিনি এই বিষয়ে সতর্ক হয়ে মুম্বাইয়ের একটি জায়গায় লুকিয়ে থাকেন। শ্রেয়া ঘোষালের (Shreya Ghoshal) ঘনিষ্ঠ গায়কের বাড়ি থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।
তিনি সাম্প্রতিক একটি বাংলা গানে( recent bengali songs) ওই বাঙালি সঙ্গীত শিল্পীর গান গেয়েছেন ।তবে ওই সঙ্গীত শিল্পী এই বিষয় কিছু জানতেন না জানিয়েছেন ।
বিখ্যাত বাঙালি সঙ্গীত শিল্পী পণ্ডিত অজয় চক্রবর্তী তিনি ভাই হয় । এই নিয়ে অজয় চক্রবর্তী (ajay chakraborty) কোনো প্রতিক্রিয়া দেয়নি।
-
নাগরিকত্ব প্রমাণে বৈধ নয় আধার কার্ড।বিহার নিয়ে মামলায় নির্দেশ সুপ্রিমকোর্টের
বাংলায় SIR শুরু হবে জানিয়েছিলো নির্বাচন কমিশন,বিহারে ইতিমধ্যেই বহু নাম বাদ পড়েছে।এই নিবিড় পর্যবেক্ষণের মামলায় এবার নির্বাচন কমিশনের পাশে সুপ্রিমকোর্ট আপনার কাছে থাকা আধার কার্ডটি আর পরিচয় পত্রের সাক্ষ্য ।এমনটি মঙ্গলবার 12 আগস্ট সুপ্রিমকোর্ট নির্দেশে স্পষ্ট হয়ে গেলো। এদিনের ভোটার পরিচয় মামলায় স্পেশ্যাল ইনটেনসিভ রিভিশন নির্দেশে আধার কার্ড কে নাগরিক পরিচয় অর্থাৎ ভারতীয় বৈধ নাগরিকের
-
রাশিয়া বিমান উধাও মাঝ আকাশ থেকে। পঞ্চাশ জন যাত্রী নিয়ে উড়ান দিয়েছিলো এই ফ্লাইট।
আকাশে উড়ছিলো হটাৎ ই ভ্যানিশ হয়ে গেলো আস্ত একটি বিমান। অ্যানটোনভ এএন-২৪ যাত্রীবাহী বিমানে কেবিন ক্রু পাইলট এবং যাত্রী নিয়ে মোট পঞ্চাশ জন উপস্থিত ছিলো। রাশিয়ার ফার ইস্ট অঞ্চলে বিমানের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে এটিসির,টাইন্ডার শহরের আমূর প্রদেশে কাছে বৃহস্পতিবার (২৪ জুলাই) এই বিমানের সাথে সংযোগ ছিলো এর পরে বিমানটি রাডারে খুঁজে পাচ্ছে না বিমান
-
উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন কলেজে বাংলাদেশি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত।
বাংলাদেশ প্রশিক্ষণ বিমান কলেজে ভেঙে পড়লো বাংলাদেশ বিমান বাহিনীর এফ-7 বিজিআই প্রশিক্ষণ বিমানটি ০১.০৬ মিনিটে উড্ডয়ন করে, পরবর্তীতে উত্তরায় মাইলস্টোন স্কুল এন্ড কলেজে বিধ্বস্ত হয়। এখনো পর্যন্ত নিহতের সংখ্যা এক নিহতের সংখ্যা বাড়তে পারে বলে জানিয়েছে উদ্ধারকারী দল। ঢাকা মহানগর পুলিশের তরফে জানানো হয়েছে মাইলস্টোন কলেজের ক্যান্টিনের ছাদে গিয়ে ধাক্কা মারে প্রশিক্ষণ বিমানটি। উত্তরা বিভাগের
আলিপুর বিশেষ পকসো আদালতে এই বাঙালি সঙ্গীত শিল্পী আচার্য সঞ্জয় চক্রবর্তী কে হেফাজতে নিয়ে (Acharya Sanjay Chakraborty) মামলা শুরু হয়েছে।