IPL franchise purse 2025 : নিলামে প্রতি মিনিটে কতো খরচ দলগুলির ,রইলো কতো বাজেট

Mega auction ipl 2025 : শুরু হয়েছে ক্রিকেটে টি টোয়েন্টি লীগ আইপিএলের নিলাম ।প্রথম দিনের সেরা মূল্যে ক্রিকেটারকে কিনতে খরচের বহর কতো ফ্রাঞ্চাইজিগুলির

দলে ভিরেছেন টি২০ বিশ্বকাপ জয়ী পন্থ মিনিটে হারিয়েছেন নিলামের পাল্লায় শ্রেয়স আয়ারকে পিছনে ফেলে সবচেয়ে দামি ক্রিকেটার আইপিএলের ঋষভ পন্থ

ঋষভ পন্থের এবারের দল লখনৌ সুপার জায়েন্ট পন্থের মূল্য ২৭ কোটি টাকা।এর পরে আছে শ্রেয়স আয়ার যায় মূল্য নিলামে ২৬ কোটি ৭৫ লক্ষ পঞ্জাব এর হয়ে লড়াইয়ে নামবেন।

নিলামে প্লেয়ার কিনতে ফ্রাঞ্চাইজিগুলির পার্সে অর্থের পরিমাণ ছিলো ৬৪১.৫০ কোটি টাকা। এই টাকা মিনিটের মধ্যেই কি ভাবে খরচ হয়ে যায় এটাই এবার দেখুন।

আইপিএলের (ipl auction 2025) এই বারের নিলাম শেয়ার বাজার কে ও হার মানাবে।

এই নিলামে কিছু খেলোয়াড়ের মূল্য আপনাকে অবাক করবে যেমন নুর আহমেদকে দশ কোটি টাকায় কিনে নিলো চেন্নাই সুপার কিংস,আভেশ খান বিক্রি হলেন পঁচাত্তর লক্ষ টাকায়।

কিউয়ি পেসার ট্রেন্ট বোল্ট ভিত্তি মূল্য ১২.৫০ কোটি টাকা মুম্বাই ইন্ডিয়ান্স তাকে কিনে নিলো।

এইরকম কোটি টাকার অফুরন্ত নিলামের মধ্যে যেটি উল্লেখ্য ১২০ মিনিটে ফ্র্যাঞ্চাইজিগুলি খরচ করেছে ১৮০.৫ কোটি টাকা।

আইপিএলের এই মেগা অকশনে (Mega auction ) সম্পুর্ন তালিকায় দেখা যায় বারো জন প্লেয়ার কিনতে খরচ মিনিটে দেড় কোটি টাকা,সেকন্তে আড়াই লক্ষ । সেই মুহুর্তে শেয়ার বাজার দেখলে দেখা যায় বিক্রি বাটা নিলামের থেকে কম।

সৌদি আরবের জেদ্দার আবাদি আল-জোহর অ্যারেনায় এখন চলছে নিলাম।কোটি টাকার এই মেলায় সত্যি আপনি হতবাক হবেন।

এই বার দেখে নিন IPL franchise purse 2025 তাদের ব্যালান্স থাকলো তার হিসাব।

Chennai Super Kings IPL 2025: তাদের কাছে আছে

Purse remaining – ₹16.80 crore

RTM cards available – 1 (capped/uncapped)

Gujarat Titans IPL 2025 squad : গুজরাট তার দলে নিলামের পরে
Purse remaining – ₹20.75 crore
RTM cards available – 1 (capped)

Kolkata Knight Riders IPL 2025 squad : ভেঙ্কটেশ আইয়ার সবচেয়ে দামি ক্রিকেটার ₹২৩.৭৫ কোটি টাকা ।তাদের হাতে আছে

Purse remaining – ₹12.15 crore
RTM cards available – 0

Lucknow Super Giants IPL 2025 squad : ঋষভ পন্থকে দলে ভিড়িয়েছে তাদের হাতে আছে ₹19.35 crore
RTM cards available – 1 (capped)

Mumbai Indians IPL 2025 squad : জশপ্রিত ভূমরা তাকে আঠারো কোটিতে কিনেছে
তাদের Purse আছে – ₹32.50 crore
RTM cards available – 1 (uncapped)

Punjab Kings IPL 2025 squad : স্পেস বোলার আর্ষদিপ 18 কোটি টাকা ও শ্রেয়াস আইয়ার ₹২৬.৭৫ টাকায় কিনেছে। তাদের হাতে এখনও আছে ₹28.35 crore ও RTM cards 3 (capped)

Rajasthan Royals IPL 2025 squad : তাদের (capped) খেলোয়াড় ও সর্বোচ্চ মূল্যের পরিমাণে বেশি খেলোয়াড় কিনেছে ।তাদের সঞ্জু স্যামসন ও যশস্বী জয়সওয়াল ,রিয়ান পরাগ ইত্যাদি খেলোয়াড়দের কিনেছে যথাক্রমে ১৮ কোটি সঞ্জু ও যশস্বী ও রিয়ান পরাগ বিক্রি হয়েছেন চোদ্দ কোটি টাকায়। তাদের অর্থের পরিমাণ

Purse remaining – ₹18.85 crore ও RTM cards available – 0

Royal Challengers Bengaluru IPL 2025 squad : তাদের হাতে অর্থ আছে ₹39.25 crore ও RTM cards তিন

Sunrisers Hyderabad IPL 2025 squad : হেনরি ক্লাসেন কে 23 কোটি টাকা ও দেশীয় খেলোয়াড় ইশান কিষাণ ₹11.25 কোটি টাকায় কিনেছে।

Purse remaining – ₹9.85 crore
RTM cards available – 1 (uncapped


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *