Badshah Rapper : চন্ডিগড় র্যাপার বাদশার লাউঞ্জের বাইরে বিস্ফোরণে দুষ্কৃতি হামলার আশঙ্কা পুলিশের।এদিন সেভিলি, একটি বার এবং লাউঞ্জ যেটি র্যাপার বাদশার লাউঞ্জ সেখানে এই ঘটনা ঘটেছে।
পুলিশের বয়ান অনুসারে সিসি টিভি ফুটেজে দেখা গেছে দু জন অজ্ঞাত দুর্বৃত্তরা লাউঞ্জের বাইরে থেকে একটি বিস্ফোরক ছুড়ে মারে । এর পরে ভেঙে যায় জানলার কাঁচ।
ঘটনাস্থলে পৌঁছেছে ২৬ নম্বর সেক্টর পুলিশ ও ফরেনসিক দল বিষয়টি খতিয়ে দেখছে। সেলভি লাউঞ্জ ছাড়াও আরেকটি লাউঞ্জ যেখানে হামলা চালায় দুষ্কৃতীরা। মাত্র ৩৬ মিটার দূরে ডি ওরা ক্লাব সেখানে ও হামলার ঘটনা হয়েছে।
বিস্ফোরণটি ঘটে ডিওরা নাইট ক্লাবের বাইরে। তবে প্রাথমিক তদন্তে পুলিশ জানিয়েছিলো র্যাপার বাদশার লাউঞ্জ বলে। তবে পুলিশ জানিয়েছে বিষ্ফোরণ হয় নাইট ক্লাবের বাইরে।