FB IMG 1734077612524

Pushpa 2 Actor arrested : দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুন গ্রেপ্তার।

পুষ্পা টু অভিনেতা গ্রেফতার ।তাকে হায়দরাবাদ পুলিশ গ্রেফতার করেছে।অভিনেতা কি জন্য গ্রেফতার । pushpa-two-actor-arrested-by-hyderabad-police

আল্লু অর্জুন সিনেমা পুষ্পা টু রিলিজ হওয়ার পরেই তার ভক্তদের মাঝে দেখা যায় উন্মাদনা।

দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুন তার প্রথম পার্ট পুষ্পা তে যে জনপ্রিয়তা পেয়েছিলো সেই জনপ্রিয়তা ছাপিয়ে যায় পুষ্পা টু সিনেমায়।

PUSHPA 2 BOX OFFICE COLLECTION : এই সিনেমা গ্লোবালি সবচেয়ে বেশি আয় করা ভারতীয় সিনেমার রেকর্ডে সামিল হয়েছিলো।

বক্সঅফিসে পুষ্পা টু কালেকশন স্যাকনিল্কের রিপোর্ট অনুযায়ী, ‘726.26 কোটি টাকা। কিন্তু গোলযোগ সৃষ্টি হয় থিয়েটারে পুষ্পা-২ ছবির প্রিমিয়ার নিয়ে।

Pushpa 2 movie actor যখন উপস্থিত হয় ভক্তদের মাঝে।সন্ধ্যা থিয়েটারে আল্লু অর্জুন অভিনেতা কে দেখতে ভিড় হয়।অনুরাগীদের মধ্যে হুড়োহুড়ি সৃষ্টি হয় ভিড়ে পদপিষ্টের ঘটনা রেবতী নামে এক মহিলার দমবন্ধ হয়ে মৃত্যু হয় মহিলার ।এই ঘটনায় আরো কিছু দর্শক আহত হয়েছেন।

সেই ঘটনায় দায়ের হয়েছে এফ আই আর (Pushpa 2 Actor arrested ) অভিনেতা আল্লু অর্জুনের নামে।অনিচ্ছাকৃত খুন) ১০৫ ধারায় মামলা রুজু হয়েছে।

অভিনেতার নামে চিক্কদাপল্লী পুলিশ স্টেশনে রেবতীর পরিবার অভিযোগ দায়ের করেছিলো।দুর্ঘটনার পর শোকপ্রকাশ করেন অভিনেতা ।তিনি একটি ভিডিও পোস্ট করে বার্তা দেন।

তিনি মহিলার পরিবারকে পঁচিশ লক্ষ টাকা আর্থিক সাহায্যের ঘোষণা দিয়েছেন।এই পরিস্থতিতে তিনি তাদের বিব্রত করতে চাইনি।তিনি পরিবারের সাথে দেখা করবে বলে আশ্বাস দিয়েছেন।

By Argha Bhattacharyya

I am experienced three years in politics ,bengal culture,besides my experience & Our report is published after accurate data analysis

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *