West Bengal Recruitment Scam: চাকরিপ্রার্থীদের নিয়োগ আটকে দিতে বলেন অভিষেক ,তবে কি এবার নিয়োগ দুর্নীতি নিয়ে তৃণমূলের দ্বিতীয় বৃহৎ নেতার নাম সি বি আই এর চার্জশিটে
বেআইনি নিয়োগের জন্য (West Bengal Recruitment Scam) শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বাড়ি থেকেই নিয়ন্ত্রণ হতো বলে সি বি আই আদালতে জানিয়েছিলো ,এবার নিয়োগ দুর্নীতির জাল কি বৃদ্ধি পেয়ে কালীঘাটের দিকে অগ্রসর হচ্ছে বিপত্তি সৃষ্টি করছে একটি অডিও যেটি সি বি আই এর হাতে এসেছে।
এস এস সি নিয়োগ দুর্নীতি রাজ্যের শিক্ষা দুর্নীতির পিছনে শাসকদলের নেতা মন্ত্রী দের নাম যেমন জড়িয়েছিল তেমনি নিয়োগকারী প্রতিষ্ঠানের কর্তাদের ও নাম আসে,তেমনি এজেন্টদের নাম ও উঠে আসে ,কুন্তল থেকে শান্তনু রাজ্যের নিয়োগ দুর্নীতির মাথায় টাকা পাঠানোর এতদিন অভিযোগ ছিলো এদের মধ্যেই সীমিত , তবে পার্থ চট্টোপাধ্যায় কিং পিন ছিলেন এটা উঠে এসেছিল সি বি আই এর চার্জশিটে ।
তখনই একটি নাম উল্লেখ হয় সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে ‘কালীঘাটের কাকু’র সেই কাকুর বস ছিলেন তৃণমূলের ই এম পি অভিষেক বন্ধোপাধ্যায় এবার তাহলে কি সেই অভিষেক ই চেয়েছিলেন চাকরী তে বাধা সৃষ্টি করতে।
সি বি আই এর একটি কল রেকর্ড সেই ইঙ্গিত ই দিচ্ছে ১৫ কোটি টাকা চেয়েছিলেন এই অভিষেক ।প্রাথমিক নিয়োগ দুর্নীতির অভিযোগে সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে ‘কালীঘাটের কাকু’র থেকে
সেই অডিও থেকে জানা যায় ঘুষের টাকা দিতে ২০১৭ সালে কাকু’র বাড়িতে পোঁছে দিতে গিয়েছিলেন শান্তনু ও কুন্তল।অডিও তে পার্থ ও মানিক ভট্টাচার্যের নাম ও শোনা যাচ্ছে।
আদালতে জমা দেওয়া চার্জশিটে সি বি আই জানিয়েছে এটি তারা পেয়েছেন কুন্তল ঘোষের ই নির্দেশে অরবিন্দ রায়বর্মনের মোবাইলের কল রেকর্ড,সেটি কুন্তল ই রেকর্ড করতে নির্দেশ দিয়েছিলো।
সি বি আই তদন্তের জন্য ওই অডিও ক্লিপ টি সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্সেস ল্যাবরেটরিতে পাঠিয়েছে ,কুন্তল ও শান্তনুর কণ্ঠস্বরের নমুনাও দিল্লিতে পাঠানো হয়েছে পরীক্ষার জন্য,সূত্র জানিয়েছে সাক্ষীরা ইতিমধ্যে স্বীকার করেছে এই কণ্ঠস্বরের সত্যতা।
নিয়োগ দুর্নীতির এই মামলায় অন্যতম দুই অভিযুক্ত অরবিন্দ এবং সুরজিৎ চন্দ তাদের ও গোপন জবানবন্দি নিয়েছে সি বি আই আধিকারিকরা
সি বি আই এর চার্জশিটে ছত্রে ছত্রে চাঞ্চল্যকর অভিযোগ লিপিবদ্ধ হয়েছে ,সেখানে ১২ নম্বর পাতায় লেখা হয়েছে নিয়োগ দুর্নীতির ১৫ কোটি টাকা চেয়েছিলেন এই অভিষেক, চাকরিপ্রার্থীদের নিয়োগ আটকে দেওয়ার ও নির্দেশ দেয় জনৈক এই অডিও তে শুনতে পাওয়া অভিষেক নামক ব্যাক্তি।
তবে এই চার্জশিটে নাম উল্লেখ করেনি অভিষেক বন্ধপাধ্যায় হিসাবে। কুন্তল ও শান্তনু এদের নাম নির্দিষ্ট করে যেমন উল্লেখ রয়েছে।
সি বি আই এর চার্জশিটে উল্লেখ সুজয়কৃষ্ণকে বলতে শোনা গিয়েছে অডিও তে ৬ লক্ষ টাকা করে নেওয়া হয়ে গিয়েছে চাকরী পার্থীদের থেকে তাই সেই টাকা তিনি দিতে পারবেন না।
সেই শুনে জনৈক অভিষেক বলেন নিয়োগ আটকে ,নিয়োগ দূরবর্তী স্থানে ও চাঞ্চল্যকর অভিযোগ গ্রেফতার করে নেওয়ার ও নির্দেশ দিয়েছিলেন সুজয়কৃষ্ণকে।
এই নিয়োগ দুর্নীতির টাকা নিজেদের মধ্যে ভাগ বাটোয়ারা করে নিতে চেয়েছিলেন শান্তনু এবং কুন্তল ও সুজয়কৃষ্ণ ,তাদের টার্গেট ছিলো একশো কোটি টাকা ,যেখান থেকে পার্থ ও মানিক 20 কোটি বাকি 40 কোটি নিজেদের কাছে রাখবে বলে স্থির করেছিলেন কুন্তল শান্তনু ও সুজয়কৃষ্ণ
এখন দেখার পালা নিয়োগ দুর্নীতির এই অডিও থেকে সিবিআই অভিষেক বন্ধপধ্যায় কে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠান কি না।এই দুর্নীতির মাথা তাদের গ্রেফতার সচেষ্ট হবে তদন্তকারি সংস্থা।