12Newsworld

Stay updated with India's politics, Bengal's latest news, government programs, education jobs, and lifestyle insights

IndiaAI Mission : সবচেয়ে কম খরচে পৃথিবীর বিভিন্ন দেশের থেকে 10,000 GPUs সাথে লঞ্চ হলো India AI Compute Portal

backgrounderaser 20250307 000313787

India AI Compute Portal : চায়নার ডিপ সিকের আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স লঞ্চের পরেই ভারতের এ আই মডেল নিয়ে প্রশ্ন দেখা যায় ,এবার ভারতে র এ আই কম্পিউট মডেল লঞ্চ করলেন অশ্বিনী বৈষ্ণব

এ আই পৃথিবীর ইতিহাস বদলে দেওয়া এক আবিষ্কার,সেখানে মার্কিন দৌরাত্ম্য ছিলো,এশিয়ার দেশের মধ্যে চিন ডিপ সিক মডেল লঞ্চ করেছিলো।


প্রাথমিক ভাবে ডিপ সিক মডেলের GPU চিপস সেগুলি পুরাতন মডেলের ছিলো,কিন্তু আবিষ্কর্তা কম খরচে দেখিয়ে দিয়েছিলেন , মার্কিনীদের সহজেই কম খরচে এটা সম্ভব।ডিপ সিক কে পাল্লা দিয়ে পৃথিবীর বৃহত্তম এ আই মডেল উদ্বোধন ভারতের।

আশিনী বৈষ্ণব এদিন বলেন চন্দ্রজান মিশনের থেকেও কম খরচে ভারতীয় উচ্চ শক্তি সম্মপন এ আই কম্পিউট অপারেট হবে(India AI Compute Portal)। এখানে থাকছে 27 এআই ল্যাব ।

প্রাথমিক ভাবে 18,693 GPUs সম্বলিত এই প্রোগ্রামিং এর উদ্দেশ্য,10,000 GPUs ইতিমধ্যেই কার্যকরী হবে।


এরই পাশাপাশি ডাটাবেস প্লাটফ্রম AIKosha র উদ্বোধন হয় এদিন।
ঠিক কি পরিমান খরচ হবে ভারতীয় এই এ আই মডেলের পিছনে।প্রাথমিক অনুমান ভারতীয় টাকায় 100 টাকা প্রতি ঘন্টায় কমে এই GPU প্রসেসিং খরচ হবে ।
এদিন an all-in-one dataset platform AIKosha র উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে জানানো হয়েছে বিভিন্ন মেন্টির শিপ আইডিয়া, ফান্ড ইত্যাদি সুবিধা থাকছে,ভারতীয় IndiaAI compute portal টির জন্য ৪৫ শতাংশ বরাদ্দ হয়েছে জানিয়েছেন MeitY সেক্রেটারি এস কৃষ্ণন।


এদিন বৈষ্ণব বলেন সরকার ₹ 10,300 কোটি বিলিয়ন টাকা বরাদ্দ দিয়েছে এ আই মিশনের জন্য।

পাশাপশি তিনি বলেন পৃথিবীর জন্য এই মিশন ওপেন হচ্ছে অর্থাৎ ওপেন মার্কেট জি পি ইউ (open GPU marketplace) মাধ্যমে এই কম্পিউটিং রিসোর্সের সুবিধা পাবেন।
ভারতীয় এ এই গবেষণার বিষয়ে মার্চে ঘোষণা হয়,বাজেটে লোকসভায় বরাদ্দ ছিলো Rs 10,371.9 কোটি টাকা।

ভারতীয় এ আই কম্পিউট মডেলের (India AI Compute Portal ) ল্যাঙ্গুয়েজ মডেলের জন্য 67 অ্যাপ্লিকেশন জমা পড়েছে জানিয়েছেন । তবে কম খরচে ও এক্সপার্ট মাধ্যমেই লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল, ইন্ডিজিনিয়াস চিপ সেটের মাধ্যমে প্রসেস হবে বলে মন্ত্রী জানিয়েছেন।

See also  Nepal Plane Crash Today : উনিশ জন যাত্রী নিয়ে ভেঙে পড়ল বিমান নেপালে দুর্ঘটনা