মায়ানমারের বিধ্বংসী ভূমিকম্পের পরে আবার কেঁপে উঠলো মাটি এবার টোঙ্গা তে(Tonga Earthquake)। অস্ট্রেলিয়ার পূর্ব উপকূলের দেশটি তে ৭.৩ মাত্রার ভূমিকম্পে সুনামি সতর্কতা জারি হয়েছে।।
প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কতা দফতর জানিয়েছে মাটির ৩০০ কিলোমিটার গভীরে অবস্থান ভূমিকম্পের।দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় এলাকার এই বিস্তীর্ণ এলাকায় ক্রমশ বৃদ্ধি পাচ্ছে সিসমিক ওয়েভের ঘটনা।
টোঙা দ্বীপ রাষ্ট্রটি ১৭১ টি আইসল্যান্ড নিয়ে গঠিত ,জল ও সমুদ্র উপকূলর্তী এলাকায় বসবাস ১০০০০০০ মানুষের।ভূমিকম্পের ফলে তাদের নিয়েও চিন্তিত প্রশাসন।শুক্রবার ২৮ মার্চ ভূমিকম্পে বিপর্যস্ত হয় মায়ানমার।একই সাথে থাইল্যান্ড ও ভারতীয় উপমহাদেশে প্রভাব লক্ষ করা যায়।
মায়ানমারে বহুতল হুড়মুড়িয়ে ভেঙ্গে পড়ে।বিপর্যস্ত সম্পুর্ন দেশ ।হাজারের উপর মানুষ আহত ও নিহত হয়েছে ।তবে সামুদ্রিক ও ঘনবসতি পূর্ন না হওয়ায় ভূমিকম্পের প্রভাব দেশটি তে তেমন লক্ষ্য হয়নি।ইনজুরি হয়নি জানিয়েছে প্রশাসন।
জার্মান রিসার্চ সেন্টার ফর জি ও সায়েন্স (GeoForschungsZentrum in German) জানিয়েছে মাটি থেকে ১২ কিলোমিটার গভীর ছিলো ভূমিকম্পের কেন্দ্র স্থল
Leave a Reply