12Newsworld

Stay updated with India's politics, Bengal's latest news, government programs, education jobs, and lifestyle insights

SSC Case Update : SSC র সার্ভারে আছে mirror image, RTI ছাত্রী কে কি উত্তর স্কুল সার্ভিস কমিশনের।

SSC Case Update : SSC র সার্ভারে আছে mirror image, RTI ছাত্রী কে কি উত্তর স্কুল সার্ভিস কমিশনের।

রাজ্যের শিক্ষা দুর্নীতি (SSC scam West Bengal latest news) সাম্প্রতিক ২৬০০০ শিক্ষকের চাকরি বাতিল প্রসঙ্গে নানা মহলে প্রশ্ন উঠছে । রাজ্যের শাসক দলের মুখ্যমন্ত্রী তিনি চাকরী ফেরত দিতে বৈঠক করেছেন চাকরী বাতিল শিক্ষকদের সাথে,স্কুল সার্ভিস কমিশনের(SSC Case Update) সাথে কথা বলে , সুপ্রিমকোর্টের নির্দেশ পালনে নিয়োগের ব্যাপারে উদ্যোগী হয়েছেন।

স্কুল শিক্ষা দফতরে mirror image কি OMR এর আছে, SSC সার্ভারে mirror image আছে সেটি স্পষ্ট হয় একটি ঘটনায়।

রাজ্যের শিক্ষা দুর্নীতি নিয়ে প্রাক্তন বিচারপতি ও বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় ( Avijit Gangopadhyay) যে দাবি করে আসছেন হার্ড ডিস্ক ,সেই সত্যতা RTI উঠে আসে।

বিজেপি সাংসদ ৯ এপ্রিল দেখা করে SSC র সচিব সিদ্ধার্থ মজুমদার র সাথে।

সংবাদ মাধ্যমে অভিজিৎ গঙ্গোপাধ্যায় জানিয়েছেন সিদ্ধার্থ মজুমদার কার্যত স্বীকার করেছেন এই mirror image প্রসেস সম্ভব।

তবে তিনি গ্যারান্টি দেন নি।বিষয়টি নিয়ে তিনি পর্ষদ ও শিক্ষা দফতরের সাথে পর্যালোচনা করবে ন বলে জানিয়েছেন।

বিজেপি সংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের ( Avijit Gangopadhyay ) এই দাবির সাপেক্ষেই আরেকটি তথ্য উঠে আসছে।
SSC র কাছে এক মহিলা চাকরী প্রার্থী জানতে চায় তার নম্বর সকল ডিটেইলস ,সেই মহিলা চাকরী প্রার্থী RTI করে ১৮/১/২০২৪ ,মহিলার RTI ভিত্তিতে SSC ( School Service Commision)জানিয়েছিলো সম্পূর্ণ নম্বর
SSC ছাত্রীকে জানায় Sir/ madam উইথ রেফারেন্স টু ইউর পিটিশন ( নির্দিষ্ট পিটিশন নম্বর) ইন রেসপেক্ট ফার্স্ট SLST ( ১৮) ২০১৬ ক্লাস ৯ and ১০ আন্ডার RTI act ২০০৫ অস পর ডেটা স্টোরড ইন কমিশন ডেটাবেস আই এম টু সাপ্লাই দি ইনফরমেশন সর্ট বাই ইউ ।

SSC information : Roll Number of the candidate / Total Marks/ division /একাডেমিক স্কোর ইত্যাদি তথ্য প্রদান করেছিলো স্কুল শিক্ষা দফতর।

উল্লেখ্য দ্বিতীয় অংশে লেখা হচ্ছে স্কুল সার্ভিস কমিশনের তরফে কপি অফ দি OMR শিট ( চাকরী প্রার্থীর বিশদ বিবরণ) ইন রেসপেক্ট ওফ সাবজেক্ট কপি অফ দি ইস এনক্লোজড হিয়ার উইথ ,এই ছাত্রী র RTI কপি নিয়ে উঠছে প্রশ্ন।যেখানে এস এস সি তাদের বক্তব্যে স্পষ্ট করেছে OMR নষ্ট করে দেওয়া হয়েছে ।
এখানে উটছে প্রশ্ন ২০২৪ সালে কি উপায়ে ওই ছাত্রীর RTI কপি শিক্ষা দফতর দিতে পারে,পর্ষদ ,শিক্ষা দফতর , শিক্ষামন্ত্রী বলেছিলেন সুপ্রিম কোর্টে OMR নেই।Mirror image রাখা হয়নি।তাহলে এই উত্তর কি উপায়ে ওই চাকরী প্রার্থী ছাত্রীকে এসএসসি দিচ্ছে।

See also  The longest English country name : এই দেশটির নাম ইংরেজি দীর্ঘতম বলতে পারবেন

তাহলে লুকানো তথ্য আছে ,যেটি প্রকাশ্যে এলে শাসক দল অসুবিধা হবে।রাজ্যের শিক্ষা মন্ত্রী ও এস এস সি র দাবি তাদের তরফে দেওয়া হয়েছিলো যোগ্য ,অযোগ্য দের তালিকা।সুপ্রিম কোর্ট (Supreme Court)সন্তুষ্ট নয়।
অথচ এসএসসি সচিব নির্দিষ্ট করে বলছেন না যোগ্য , অযোগ্য এটা তালিকা ।

রাজ্যের শাসক দলের এই দ্বন্দ্বে স্বভাবতই যোগ্য চাকরী প্রার্থীদের ভবিষৎ নিয়ে দ্বন্দ্বের সৃষ্টি হয়েছে। তাদের যোগ্যতা থাকা সত্তেও বাতিল হয়েছে চাকরী।

এখন এই যোগ্য শিক্ষকদের তালিকা শুধু বের করা সম্ভব ওই mirror image থেকেই যেটা এসএসসি(SSC Case Update) সার্ভারে আছে। এই ঘটনা থেকে মনে করা হচ্ছে।

রাজ্যের শিক্ষা ব্যাবস্থায় দুর্নীতি নিয়ে সঠিক সিধান্ত নিতে হবে ,স্কুল গুলি পরিচালনায় বাধাহীন ,সমস্যা বিহীন অবস্থা শিক্ষকদের চাকরি বাতিল সমাধানের মাধ্যমেই মিলবে মনে করছে আইনজীবী ও শিক্ষা মহল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *