Imran Khan news ,he rapped in jail, spread thisFACT Check : পাকিস্থানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের(Imran Khan News) ধর্ষণ !!!! রিপোর্ট কি জানাচ্ছে।

পাকিস্থানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান ধর্ষিত(Imran Khan Raped) হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ এই তথ্যের সত্যতা ব্যাপারে কি রিপোর্ট সামনে এসেছে।

এই ব্যাপারে যুক্ত তথ্য গুলি সামনে এসেছে সেগুলি তে বলা হয়েছে রাওয়ালপিন্ডির পাক এমিরেটস মিলিটারি হাসপাতাল ( PEMH) থেকে পাওয়া রিপোর্টের ব্যাপারটি সামনে এসেছে ।এই নিয়ে পাকিস্থানের সরকার , ফ্যাক্ট চেকার সম্পূর্ণ ভ্রান্ত বলে জানিয়েছে।

এটি বলা হলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে রিপোর্ট টি তে যে তথ্য দেখানো হয়েছে সেটি ৩ মে সামাজিক মাধ্যমে প্রকাশ পেয়েছে।

এই রিপোর্টে উল্লেখ পাকিস্থানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান ( Imran Khan News ) জেলে ,ধর্ষিত হয়েছে।

এটি একটি তৈরি ভ্রান্ত খবর নির্দিষ্ট করে জানানো হয়েছে।ইমরান খানের মেডিক্যাল টেস্ট হয় পাকিস্তান ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস (PIMS) ইসলামাবাদ ।

যেটি দেখানো হয়েছে ভ্রান্ত তথ্যটি সেখানে ( PEMH) উল্লেখ রয়েছে।এই খবরটি ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে ।

পাকিস্থানের জনপ্রিয় পত্রিকা ডন এই নিয়ে রিপোর্ট প্রকাশ করে যেটি র ও তথ্য সম্বন্ধে সন্দেহ প্রকাশ করা হয়েছে।


তাহলে এই রিপোর্ট টের সত্যতা কি ,এই রিপোর্টটি পাকিস্থানের এক ব্যাক্তি ইমরান আহমেদ খান নিয়াজি ,নাম বিভ্রাটে ও সেই তথ্য যাচাই না করেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে।

See also  Sunita Williams Return Earth: সফল অবতরন আটলান্টিক মহাসমুদ্রে ।দেখুন


এই ব্যাপারে জানা গিয়েছে এই ব্যাক্তির উপরে যৌন নির্যাতনের প্রমাণ মিলেছে ।সেটি ইমরান খান ( Imran Khan Rapped) ধর্ষিত হয়েছে বলে ছড়ানো হয়েছে।

এই বানানো খবরটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই লাইক ও কমেন্ট আসতে শুরু করে ।পাকিস্থানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান তিনি সুরক্ষিত নয় ,বলে কমেন্ট করেছে সাধারণ মানুষ।

Author

  • Argha Bhattacharyya

    I am experienced three years in politics ,bengal culture,besides my experience & Our report is published after accurate data analysis

d0a32d71bac529ab981de3e68f0c7807
Web |  + posts

I am experienced three years in politics ,bengal culture,besides my experience & Our report is published after accurate data analysis

By Argha Bhattacharyya

I am experienced three years in politics ,bengal culture,besides my experience & Our report is published after accurate data analysis