12NewsWorld - Latest News, Politics, Technology, Education, Sports Updates12NewsWorld - Latest News, Politics, Technology, Education, Sports & Tips

Howrah Station Overhead wear Broken : ওভারহেড তার ছিঁড়ে বিপত্তি বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন, ট্রেন চলাচল বন্ধ হাওড়া স্টেশনে

 Disrupting Local Train: ওভারহেড তার ছিঁড়ে বন্ধ রেল চলাচল। বিদ্যুৎ সংযোগ বন্ধ, ট্রেন চলাচল বন্ধ হাওড়া স্টেশনে(Howrah Station Overhead wear Broken) ওভারহেড তার বন্ধ লোকাল ট্রেন চলাচল।

                                      

images%20 %202023 12 30T223145.016
ওভারহেড তার ছিঁড়ে বন্ধ ট্রেন চলাচল

হাওড়া স্টেশনে ১৩ ১৪ এবং ১৫ নম্বর প্লাটফর্মে বন্ধ রেল চলাচল । ট্রেন চলাচলের জন্য যে বিদ্যুৎ লাইন বিচ্ছিন্ন করা হলো।একাধিক লাইনে র লোকাল ট্রেন স্টেশনে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে। আমতা লোকাল ,পাঁশকুড়া লোকাল এবং খড়গপুর লোকাল বাতিল করা হয়েছে। অফিস টাইমে শেষে বাড়ি ফেরা নিয়ে উদ্বিগ্ন সাধারণ মানুষ।

প্লাটফর্মে দাঁড়িয়ে খড়গপুর লোকাল।শনিবার সন্ধ্যা 7: ৩০ টা থেকে 7: ৪৫ এর মধ্যে এই বিপত্তিহা। স্টেশনের ১৪ নম্বর প্লাটফর্মে ঢোকার মুখে ডাউন খড়গপুর লোকাল। ডাউন ট্রেন না ঢোকায় দাঁড়িয়ে থাকে আপ ট্রেন  ।অনেক এক্সপ্রেস ট্রেনও দাঁড়িয়ে যায়।বেশ কিছু ঘণ্টা চলে দুর্ভোগ , এখনও স্বাভাবিক হয়নি ট্রেন চলাচল 

See also  West Bengal Recruitment Scam: চাকরিপ্রার্থীদের নিয়োগ আটকে দিতে বলেন অভিষেক , কাকুর কল রেকর্ড সি বি আই এর কাছে