এবার বিরোধদের দাবি মেনে নিলেন মোদী ,জাতি গণনা(Cast Census) শুরু হবে ।সংখ্যার আধিক্য ,সংখ্যা লঘু চিনতে শুরু পদ্ধতি।
কেন্দ্রীয় সরকার কে বিরোধী বিশেষত কংগ্রেস নেতা রাহুল গান্ধীর দাবি ছিলো জাতি গণনা ।দেশের সাম্প্রতিক হিংসা , উন্নয়ন, প্রকল্প সুবিধা তে গণনার প্রভাব আছে।
মন্ত্রী সভার বৈঠকে গৃহীত সিদ্ধান্ত অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন জাতি গণনার ব্যাপারে (Population Census) , সাংবাদিকদের মন্ত্রী জানিয়েছেন মন্ত্রিসভার রাজনীতি বিষয়ক কমিটি সিদ্ধান্ত নিয়েছে
- Sougata Roy : সৌগত রায় গুরুতর অসুস্থ , জ্ঞান নেই ,নিয়ে যাওয়া হলো হসপিটালে
- Cast Census : জাতি গণনায় রাজি কেন্দ্র । রাহুল গান্ধীর দাবি মেনে নিলেন প্রধানমন্ত্রী
- Siddaramaiah CM : মুখ্যমন্ত্রী সিদ্ধারামায়াহ চড় মারলেন পুলিশ কে জনসভায়।
জনগনা(Population Census) তে যুক্ত জাতি হিসাবে সংখ্যা ও সুবিধা প্রাপকদের তালিকা।
অশ্বিনী বৈষ্ণব এদিন অভিযোগ করে রাজ্য সরকার গুলির একাংশ সচ্ছ দৃষ্টিকোণ দিয়ে ব্যাপারটি দেখছে না।তিনি কংগ্রেস কে উদ্দেশ্য করে বলে রাজনৈতিক হাতিয়ার হিসাবে দেখা হচ্ছে ।
রাজ্য গুলির উদ্দেশ্য সঠিক না হলে এই ব্যাপারে সচ্ছতা থাকবে না মন্ত্রী জানিয়েছেন।রাজনীতির জন্য সামাজিক সিস্টেম বিঘ্নিত না হয় সেটি দেখতে হবে রাজনৈতিক দলগুলিকে।জনগণনার অংশে জাতি গণনা(Cast Census) কে রাখতে মত প্রকাশ করে মন্ত্রী।
কেন্দ্রীয় তালিকায় জরিপের বিষয়টি সংবিধানের ২৪৬ প্যারাগ্রাফের অন্তর্ভুক্ত,তালিকায় ৬৯ নম্বরে,রাজ্য গুলির প্রসংশা শোনা যায় মন্ত্রীর বক্তব্য,এমন রাজ্য আছে যদি কাজে স্পষ্টতা আছে মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন।দেশের উন্নয়নের জন্য এই গণনার দরকার আছে।