ভিডিও দেখিয়ে ব্ল্যাকমেল তৃণমূল নেতার ।প্রাথমিকের চাকরিতে(Primary Recruitment) নতুন সংযোজন ধর্ষণ চাকরিপ্রার্থীকে।
মহিলা কে ধর্ষণ তৃণমূল নেতার চাকরী দেওয়ার নামে বাড়িতে ডেকে এনে ধর্ষনের অভিযোগ ছিলো কোচবিহারের শাসক নেতার বিরুদ্ধে।
এদিন ওই নেতার মামলার শুনানিতে কোলকাতা হাইকোর্ট( Calcutta High Court) নির্যাতিতা চাকরিপ্রার্থী মহিলার আইনজীবী বলেন চাকরী করে দেবে বলে পাঁচ লক্ষ টাকা নিয়েছিলেন কোচবিহারের তৃণমূল নেতা।
Justice Abhijit Gangopadhyay Removal : নিয়োগ দুর্নীতির মামলা সরানোর নির্দেশ সুপ্রিম কোর্টের
তৃণমূল নেতার বিরুদ্ধে অভিযোগ চাকরী জন্য টাকা নিয়ে বেপাত্তা হয়ে যান,আটিয়াবাড়ি ২ নং গ্রাম পঞ্চায়েত এলাকা র ওই নেতা।চাকরী জন্য এক মাস
হয়ে গেলেও চাকরী হচ্ছিলো না ওই মহিলার।
তৃণমূল নেতা(Trinomul Congress) মহিলাকে ১৪ মার্চ ডাকেন চাকরির ব্যাপারে, প্রাথমিক শিক্ষকের চাকরির ইন্টারভিউ আছে বলে ডেকে নিয়ে যাওয়া হয় মহিলাকে।
উল্লেখ্য তৃণমূল নেতা আব্দুল মান্নান বাড়িতে ডেকে নিয়ে গিয়ে মহিলাকে ধর্ষণ করে ।ভিডিও করে রাখেন মহিলাকে ভবিষ্যতে ব্ল্যাকমেল করতে পারবেন বলে।
এর থেকেও পাশবিক প্রবৃত্তি উদ্বেল হয় ওই নেতার মদ্যপান করতে বলেন ওই মহিলা কে,তিনি রাজি না হলে মারধোর ,মাথায় বোতল দিয়ে মারতে থাকে,এমন অভিযোগ চাকরিপ্রার্থী মহিলার।
এই ঘটনার সময় মহিলা আওয়াজে ছুটে আসেন এলাকার বাসিন্দারা।তাদের ও হুমকি দেয় তৃণমূল নেতা।স্থানীয় দের তৎপরতায় দিনহাটা মহিলা থানায় নিয়ে আসা হয়।
দুর্নীতির দায়ে জরিমানা ও কারাদন্ড PSC চেয়ারম্যানের
সেখানে প্রতারণা ,ধর্ষনের অভিযোগ করে মহিলার বাবা মা।
রাজ্যের শিক্ষা দুর্নীতির(Recruitment Scam West Bengal) ) মামলায় এখন ২৬০০০ শিক্ষকের চাকরি নিশ্চিত নয়। প্রাথমিকের ৫৬০০০ শিক্ষকের চাকরি তে দুর্নীতির অভিযোগ।এক দিকে দুর্নীতি।অপরদিকে শাসক দল তৃণমূল কংগ্রেস নেতাদের বর্বর আচরণে রাজ্যের শিক্ষিত বেকার যুবক যুবতী দের ভবিষ্যত নিয়ে প্রশ্ন, সাধারণ মানুষের।
তৃণমূল নেতার বিরুদ্ধে ধর্ষণ প্রতারণার মামলায় কোলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা(Justice Amrita Sinha) বুধবার জানিয়েছেন নির্যাতিতার পুলিশি নিরাপত্তা নিশ্চিত করতে হবে।হুমকি ধমকি ও আক্রমণের চেষ্টা প্রতিহত করতে হবে।
এই ঘটনায় মহিলার বিরুদ্ধেই এফ আই আর দায়ের করেছিলো দিনহাটা পুলিশ(Dinhata Police Station) ।এদিন বিচারপতি অন্তর্বতী স্থগিতাদেশ দিয়েছেন।আদালতের পর্যবেক্ষণে মহিলার পরিবার , স্বামী সংবাদ মাধ্যমে কাছে বলেছেন।
I am experienced three years in politics ,bengal culture,besides my experience & Our report is published after accurate data analysis