Sahabaj Sarif Pakistan PM Meeting to retaliate Indian force against operation SindoorSahabaj Sarif : এখনি শেষ হচ্ছে না যুদ্ধ পরিস্থিতি , শাহবাজ

যে কোনো মুহূর্তে আসতে পারে প্রত্যাঘাত ,তৈরি ভারতের সরাস্ট্র মন্ত্রক,আকাশ পথে বন্ধ বিমান চলাচল,

India Pakistan War: পাকিস্থানের তরফে অপারেশন সিঁদুর(Operation Sindoor) এর প্রত্যাঘাত আশঙ্কা।

পাহালগাম হামলার প্রত্যাঘাত ভারতীয় সেনা বাহিনী

এখনও পর্যন্ত অসমর্থিত সূত্র জানাচ্ছে প্রায় ৭০ জনের মতো জঙ্গি নিহত হয়েছে ভারতের এয়ার স্ট্রাইকে (Air Strike India)

জৈশ মোহাম্মদ লাস্কারি তৈবা র ঘাঁটিতে মুহরমুহু গোলা বর্ষণ ভারতীয় বায়ু সেনার ।বায়ু সেনা তরফে জানানো হয়েছে ২৪ টি মিসাইল অ্যাটাক ও জঙ্গী ঘাঁটির নয়টি জায়গায় চলেছে অপারেশন সিঁদুর ( Operation Sindoor)

দিল্লিতে সাংবাদিক সম্মেলনে ( Press Briefing Operation Sindoor) বিদেশসচিব বিক্রম মিস্রী জানিয়েছেন প্রিসিশন স্ট্রাইক অর্থাৎ বেছে বেছে জঙ্গি ঘাঁটি লক্ষ করে স্ট্রাইক করেছেন ভারতীয় বিমান বাহিনী ( Indian Air force ), এই অপারেশনে যুক্ত ছিলেন দুই নারী একজন কর্নেল সোফিয়া কুরেশি, অন্য জন উইং কমান্ডার ব্যোমিকা সিংহ।

দিল্লিতে সাংবাদিক সম্মেলনে ( Press Briefing Operation Sindoor) বিদেশসচিব বিক্রম মিস্রী জানিয়েছেন

ভারতের অপারেশন সিঁদুর ,পাকিস্থানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের( Shehbaz Sharif)বিবৃতি।

পাকিস্তানের বিবৃতির বিবিসির খবরে জানানো হয়েছে প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এই আক্রমণে বদলা নিতে খোলা ছুট দিলেন পাকিস্থানি সেনাবাহিনীকে।এর জন্য পাকিস্থানের তরফে ভারতে যে কোনো মুহূর্তে আক্রমণ চালাতে পারে পাকিস্থানি বিমান বাহিনী।

প্রধানমন্ত্রী শাহবাজ বলেছেন জাতিসংঘের ( United Nation ) সনদের ৫১ নম্বর প্যারাগ্রাফ উল্লেখ করে আত্মরক্ষার অধিকার পাকিস্থানের আছে।

নিরাপত্তা কমিটির (এনএসসি) বৈঠকে সেনাবাহিনীর কমান্ডান্ড কে স্ট্র্যাটেজি সাজাতে বলা হয়েছে।

ভারতের তরফে পাকিস্থানের প্রত্যাঘাত রুখতে কি ব্যাবস্থা নেওয়া হয়েছে

ভারতের তরফে গৃহ মন্ত্রক ও সরাষ্ট্র মন্ত্রকের তরফে নির্দেশিকা জারি হয়েছে।সতর্ক থাকতে বলা হয়েছে ভারতীয় সেনা ( Indian Army ) নৌসেনা ( Indian Nevy) ও বায়ু সেনাকে ( Indian Air Force)

নিশ্চিদ্র নিরাপত্তা বৃদ্ধি হয়েছে সীমান্তবর্তী গ্রাম গুলিতে,চলছে তল্লাশি। অজিত দোভাল ( Ajit Doval ) পাকিস্থানের তরফে আক্রমনের ইঙ্গিত দিয়েছেন। গোয়েন্দা রিপোর্টে প্রত্যাঘাত উল্লেখ রয়েছে।

See also  Donald Trump:ট্রাম্পই হচ্ছেন পরবর্তী ইউ এস প্রেসিডেন্ট(US Presidential Election 2024 ) !!! নির্বাচনে কমলার থেকে কতোটা এগিয়ে

রাজ্যগুলির সাথে ভিডিও কনফারেন্স বৈঠক করবেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। থাকবেন ডিজি, মুখ্যসচিবও।সীমান্তের এলাকা বিশেষ করে চিকেন্স নেক নিয়ে উদ্ভিগ্ন কেন্দ্রীয় সরকার।

আকাশ পথে আক্রমণ রুখে দিতে ইন্ডিগো ১৬৫ টি ফ্লাইট বাতিল করা হয়েছে,কাশ্মীর সীমান্তে কাছে ফ্লাইট গুলি চলাচল করে। সতর্কতার জন্য সেগুলি বন্ধ রাখা হয়েছে।

পাকিস্থানের উপর গোলাবর্ষণ এখনও পর্যন্ত নিহত ২৬

পাকিস্থানের উপর এয়ার স্ট্রাইক ভারতের অপারেশন সিঁদুর ( Operation Sindoor ) এখনও পর্যন্ত নিহত ২৬ আহমেদ শরীফ চৌধুরী পাকিস্থানে সামরিক মুখপাত্র সংবাদ মাধ্যমে জানিয়েছেন।

SAVE 20250507 171637
Pakistan operation Sindoor Pahalgam incident Indian Prime minister: Routers

পাক অধিকৃত পাঞ্জাব প্রদেশের জারি হয়েছে জাতীয় জরুরি অবস্থা, হসপিটাল ,দোকান,অফিস আদালত ইত্যাদি জরুরি পরিষেবার সাথে যুক্ত বাক্তিদের তৎপর থাকতে নির্দেশ দেওয়া হয়েছে।

Author

  • Argha Bhattacharyya

    I am experienced three years in politics ,bengal culture,besides my experience & Our report is published after accurate data analysis

d0a32d71bac529ab981de3e68f0c7807
Web |  + posts

I am experienced three years in politics ,bengal culture,besides my experience & Our report is published after accurate data analysis

By Argha Bhattacharyya

I am experienced three years in politics ,bengal culture,besides my experience & Our report is published after accurate data analysis