সাইক্লোন ডানা মুহূর্তে রং বদল । সাইক্লোন ডানা এখন যে সংবাদ(Cyclone Dana News )পাওয়া যাচ্ছে অবস্থান বদল করেছে ঘূর্ণিঝড়টি ।
যে খবর আবহাওয়া দফতর জানিয়েছিলো ওড়িশার ধামারাতে ল্যান্ডফল করতে পারে,সেই অবস্থান বদল ঘুর্নিঝড় ডানার। দ্রুত স্থলভাগে ঢুকতে চাইছে ঘূর্ণিঝড়। আবহাওয়া দফতরের ঘোষণা মতোই জলভাগে থাকা অবস্থাতেই শক্তি ক্ষয় করে ঘূর্ণিঝড়ে বদল হয় (Cyclole dana ) এখন দ্রুত ল্যান্ডফল হবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
তাদের বর্তমান বুলেটিন বলছে পারাদ্বীপের খুব কাছে জাম্বু এলাকায় ল্যান্ডফল করবে ডানা, বাংলায় এই জন্য প্রভাব কমবে বলে জানানো হয়েছে।ইতিমধ্যেই রাজ্যের নয়টি জেলায় বিশেষ সতর্কবার্তা দেওয়া হয়েছে আবহাওয়া দফতরের তরফে।বৃষ্টিপাতের পরিমাণ বেশি হবে উপকূলবর্তী ও পাশের জেলাগুলিতে,মেদিনীপুর ,দক্ষিণ ২৪ পরগনা ,ঝাড়গ্রাম ইত্যাদি জেলায়।
বৃহস্পতিবার সকাল থেকে আকাশ কালো করে বৃষ্টিপাত শুরু হয়েছে দক্ষিণবঙ্গে।বেলা বৃদ্ধির সঙ্গে বাড়বে বৃষ্টির পরিমাণ,কোলকাতা হাওড়া হুগলিতে ও বাড়বে বৃষ্টি জানিয়েছে আবহাওয়া দফতর।
এই বিষয়ে আবহাওয়া দফতর জানিয়েছে বৃষ্টি হবে২৯ অক্টোবর তারিখ পর্যন্ত।ঝড়ের বেগ বিভিন্ন জেলায় আলাদা হবে ।উপকূলবর্তী এলাকায় ১০০-১২০ কিমি হতে পারে ঝড়ের বেগ।হাওড়া হুগলী ইত্যাদি জেলায় ৬০ কিমি হতে পারে ঘুর্ণিঝড়ের বেগ।
এখন যে খবর পাওয়া যাচ্ছে ৬ ঘণ্টায় ১২ কিলোমিটার গতিবেগে এগোচ্ছে ঘুর্নিঝড় ডানা।বর্তমানে এই ঘূর্ণিঝড় ২৯০ কিমি দূরে অবস্থান করছে।
রাজ্যের বিভিন্ন স্কুল বন্ধ ঘোষণা হয়েছে ,একই সঙ্গে ফেরি ,রেল পরিষেবা বেশ কিছু এলাকায় বন্ধ থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ঠ দফতর।
রাজ্যের বিভিন্ন উপকূলবর্তী এলাকা তে মানুষজনকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে প্রায় বারো হাজার মানুষ কে সুরক্ষিত স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে জানিয়েছে রাজ্য বিপর্যয় মোকাবিলা দফতর।
শক্তিশালী ঘূর্ণিঝড় বা সিভিয়ার সাইক্লোনিক স্টর্মে পরিণত হয়েছেে (Cyclone Dana News) ভিভিন্ন জেলায় কন্ট্রোলরুম খোলা হয়েছে ।