RRB NTPC Recruitment 2024: গ্র্যাজুয়েট এবং উচ্চ মাধ্যমিক পাশ নিয়োগ বিজ্ঞপ্তি ভারতীয় রেলের

RRB NTPC Recruitment 2024: গ্র্যাজুয়েট এবং উচ্চ মাধ্যমিক পাশ নিয়োগ বিজ্ঞপ্তি ভারতীয় রেলের

Indian railway recruitment 2024 : ভারতীয় রেল নন টেকনিক্যাল (RRB NTPC Recruitment 2024) বিভিন্ন পদে অসংখ্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।এই নিয়োগ বিজ্ঞপ্তি টি দেখে নিয়ে শুরু আবেদন নেওয়ার প্রক্রিয়া।

RRB Recruitment 2024 Notification : রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড (সিসিThe Railway Recruitment Board) এই নিয়োগের বিস্তারিত প্রকাশ করেছে আসুন দেখে নিই নিয়োগ বিস্তারিত বিষয়

ভারতীয় রেলওয়ে বিভিন্ন পদে প্রায় ১১ হাজার ৫০০ যুবক যুবতীর নিয়োগ হবে বলে জানিয়েছে। নিয়োগের বিজ্ঞপ্তি নম্বর সিইএন নম্বর ০৫/২০২৪ (CEN No. 05/2024) ও সিইএন নম্বর ০৬/২০২৪ (CEN No. 06/2024)

Railways Commercial cum Ticket Clerk : ভারতীয় রেলের এই পোস্টে সাধারণ ভাবে রেলওয়ে ক্লার্ক ও টিকিট পরীক্ষার কাজ করতে হয়

Indian railway recruitment 2024 : এই নিয়োগ বিজ্ঞপ্তিতে (CEN No. 05/2024) রেলওয়ে কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক (Railways Commercial cum Ticket Clerk) পদে নিয়োগ হবে ২০২২ জন, এই বিজ্ঞপ্তি নম্বরে আরেকটি পদে যেটি অ্যাকাউন্ট ক্লার্ক কাম টাইপিস্ট সেখানে ৩৬১ টি পদে নিয়োগ হবে।জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট এর জন্য নিয়োগ সংখ্যা ৯৯০ জন ও ট্রেন ক্লার্কের পদে ৭২ জন নিয়োগ হবে।আবেদনের শেষ তারিখ ২০ অক্টোবর

RRB NTPC Recruitment 2024 Online application নিয়োগের আবেদন প্রথমে এই লিংকে ক্লিক করে পিডিএফ টি ডাউনলোড করে দেখে নিন RRB NTPC 2024 Online application

এই বিষয়ে বিস্তারিত দেওয়া আছে।

RRB NTPC Recruitment 2024 eligibility criteria : রেলওয়ে রিক্রুটমেন্ট এই বিজ্ঞপ্তির আবেদনের জন্য যোগ্যতা উচ্চমাধ্যমিক ও সমতুল্য ডিগ্রি

Railways Commercial cum Ticket Clerk : এই পদের জন্য প্রার্থীর বয়েস হতে হবে ২০২৫ সালের ১ জানুয়ারী বয়সের মাপকাঠি ১৮-৩৩ বছর।সংরক্ষিত প্রার্থীদের ক্ষেত্রে বয়েসে ছাড়র উল্লেখ আছে

The Railway Recruitment Board : এই নিয়োগের জন্য প্রার্থীকে দুটি ধাপে পরীক্ষা দিতে হব ,CBT test এর মাধ্যমে , টাইপিং টেস্ট হবে। পরীক্ষার দ্বিতীয় ধাপে মেডিক্যাল টেস্ট ও Document verification হবে।এই ক্ষেত্র শূন্যপদের পনেরো গুন কে সুযোগ দেওয়া হবে।

RRB Recruitment Commercial cum Ticket Clerk 2024 : কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক (Railways Commercial cum Ticket Clerk) পদের আবেদনের , ফি লাগছে সাধারণ প্রার্থীদের জন্য পাঁচশো টাকা । সংরক্ষিত , বিশেষভাবে সক্ষম ,সংখ্যালঘু,আর্থিক অবস্থা ভালো নয় তাদের জন্য আড়াইশো টাকা ।পরীক্ষায় উপস্থিত হলে ফেরত দেওয়া হবে ৪০০ ও ২৫০ টাকা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

RRB NTPC Recruitment 2024 : এই নিয়োগের দ্বিতীয় বিজ্ঞপ্তি সিইএন নম্বর ০৬/২০২৪ (CEN No. 06/2024) পদটির জন্য ভারতীয় রেলে শূন্যপদ সংখ্যা আট হাজার জন। Chief Commercial cum Ticket Supervisor পোস্টের জন্য ১৭৩৬ টি স্টেশন মাস্টার পদের সংখ্যা ৯৯৪ টি গুডস ট্রেন ম্যানেজার পদে নিয়োগ ৩১৪৪ টি Junior Accounts Assistant cum Typist পদের জন্য নিয়োগ ১৫০৭ জন ও সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট পদে ৭৩২ জনের,আবেদন শুরু হয়ে গিয়েছে। অক্টোবর ১৩ তারিখ পর্যন্ত সময় ,আছে।

The Railway Recruitment Board NTPC eligibility criteria : এই পদ গুলির জন্য প্রয়োজন গ্র্যাজুয়েশন বা সমতুল ডিগ্রি

RRB NTPC Recruitment 2024 Notification : Chief Commercial cum Ticket Supervisor ও বিভিন্ন পদে আবেদনকারীর নিয়োগের জন্য বয়েস ১৮ থেকে ৩৬ বছরের মধ্যে(২০২৫ সালের ১ জানুয়ারি) এই ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য সিবিটি টেস্ট। মেডিক্যাল টেস্ট ও ডকুমেন্ট verification হবে।পরীক্ষার শূন্যপদের পনেরো গুন কে সুযোগ দেওয়া হবে।

RRB NTPC Recruitment 2024 application fees : ভারতীয় রেলে ১১ হাজার ৫০০ জন নিয়োগে আবেদন জন্য পাঁচশো টাকা সাধারণ পার্থীদের জন্য আড়াইশো টাকা সংরক্ষিত , বিশেষভাবে সক্ষম ,সংখ্যালঘু,আর্থিক সক্ষম নয় তাদের জন্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *