12NewsWorld - Latest News, Politics, Technology, Education, Sports Updates 12NewsWorld - Latest News, Politics, Technology, Education, Sports & Tips

12NewsWorld - Breaking News & Bengali News Live Updates

SAVE 20250427 221530

Nadia District : বাংলার রানা বিশ্বাসের জঙ্গি যোগ কি জানাচ্ছে পুলিশ ও এস টি এফ

পশ্চিমবঙ্গে জঙ্গি যোগ নদীয়ার(Nadia District) রানা বিশ্বাসের সাথে পাকিস্থানি জঙ্গির ছবি,রহস্য ডানা বাঁধছে পাহেলগামের ঘটনায়।

গ্রামের মধ্যে জঙ্গি !!! পাকিস্থানি দের সাথে বন্দুক নিয়ে ফটো নদীয়ার রানা বিশ্বাসের। দুবাইতে কাজের জন্য গিয়েছিলেন

রানা,এক ব্যাক্তি তাকে ১২০০০ টাকার বিনিময়ে কাজে নিয়ে যায়।সুইপারের কাজ পছন্দ না হওয়ায় ফিরে আসে কোতোয়ালি থানার যুবক।

তখন পরিচয় হয় পাকিস্থানি বন্ধুদের সাথে,ছবিগুলি দুবাইয়ে থাকাকালীন তোলা হয়। রানা যখন ছবি তোলে পাকিস্থানি যুবকদের শর্ত ছিলো সামাজিক মাধ্যমে পোস্ট করতে হবে।H

তখন পোস্ট না করলে এখন পহালগাম ঘটনার সময় এই পোস্ট সন্দেহ সৃষ্টি করছে।নদীয়ায় ওই যুবক এক যুবতী কে বিয়ে করে, কিন্তু দাম্পত্য অশান্তি তে বিবাহ টেকেনি ।

তখন মাসীর বাড়িতে নতুন গ্রামে থাকতে শুরু করে যুবক রানা বিশ্বাস।

 

মুম্বাইয়ে জামাইবাবুর কাছে যায় সেখানে কাজ করতে থাকে ,দুবাইয়ে যোগাযোগ হয় রানার , শুরু করেন কাজ,পরিচয় হয় পাকিস্থানের খাইবার পাখতুন এলাকার দুই যুবককে র সাথে।

আমজিদ খান নামে যুবক অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র হাতে এই রকম ছবি দেখায় রানা কে,তখন সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করতে হবে শর্তে যুবক রানাকে , পাকিস্থানি যুবক ছবি গুলি দেয়।

নদীয়ার রানা বিশ্বাস যে যুবতী কে নিয়ে পালিয়ে গিয়েছিলো ,যুবতীর বাড়ির লোক রানাকে মারধরের ভয় দেখাচ্ছিলো।

বক্তব্য যুবক তার শ্বশুর বাড়ির লোকজনকে সন্ত্রস্ত করতে এই ছবি গুলি ব্যাবহার করেছিলো।রানা সেগুলি ডিলিট করে দেয়।

নদীয়ার বাড়ি থেকে এদিন এস টি এফ নদীয়া থানার পুলিশ, আইবি গ্রেফতার করে রানাকে,এখন জিজ্ঞাসাবাদ করছে।

পাহালগামে র ঘটনায় যুক্ত জঙ্গিদের সাথে রানা বিশ্বাসের বন্ধু দের যোগসূত্র আছে কি না জানতে চাইছে পুলিশ।