পৃথিবীর মধ্যে নৈসর্গিক সুন্দর্যের জন্য বিখ্যাত জম্মু কাশ্মীর ,এদিন শ্রীনগর 95 কিলোমিটার দূরে অবস্থিত পাহলগাম(Pahalgam terror attack) তে নারকীয় তান্ডব চালালো জঙ্গিরা ।

এদিন পাহালগামে একটি রিসোর্টে(Pahalgam Attack in Resort) পর্যটকদের ছদ্মবেশে লুকিয়ে ছিলো জঙ্গিরা।গোয়েন্দা রিপোর্টে প্রকাশ ঘোড়ায় চড়ে এসে হামলা চালায় জঙ্গিরা ।

এই ঘটনায় ছাব্বিশ জন পর্যটক নিহত হয়েছে।এদিনের হামলায় যুক্ত জঙ্গিদের ছবি ইতিমধ্যেই প্রকাশ হয়েছে ।ইতিমধ্যে এই হামলার দায় স্বীকার করেছে দ্য রেজ়িস্ট্যান্স ফ্রন্ট’ (টিআরএফ)। এই হামলার মাস্টার মাইন্ড সইফুল্লা খালিদ ওরফে সইফুল্লা কাসুরি।
পাহালগামের ঘটনায় জম্মু কাশ্মীরের এলাকা গুলি নিঝুম । ডাল লেক ,শ্রীনগর ,লাদাখ হোটেল ও রিসোর্ট গুলি থেকে পর্যটকদের সরিয়ে দেওয়া হচ্ছে।এই সন্ত্রাসের আবহ কি স্বাধীন জম্মু কাশ্মীরের সচ্ছল দিক বিবেচনা করে পরিকল্পিত।
নরেন্দ্র মোদী সরকারের জামানায় জম্মু ও কাশ্মীরে ৩৭০ আর্টিকেল বিলুপ্ত হয়েছে। অর্থনৈতকভাবে উন্নয়ন চাইছে না জঙ্গি সঙ্গঠনগুলি।টার্গেট কিলিং অর্থাৎ ধর্মের নিরিখে মানুষ হত্যা জাতিবাদের মাহাত্ম্য বৃদ্ধি করতে পারে।
এমত অবস্থায় নিদর্শন সৃষ্টি করেছে ,পশ্চিমবঙ্গের এই শিক্ষক পাহেলগাম রিসোর্টে হামলার(Pahalgam Attack in Resort) ঘটনায় লজ্জায় ধর্ম ত্যাগ করেছেন।
তিনি জানিয়েছেন ইসলাম ধর্মের অপব্যাবহার হচ্ছে । সাব্বির হোসেন নামক ওই শিক্ষক জানিয়েছেন বিধর্মীদের আঘাত তিনি মেনে নিচ্ছেন না।জঙ্গিদের ধর্ম হয় না,এই জঙ্গিরা ধর্ম জেনে মানুষ হত্যা করেছে।
তিনি বলেন জঙ্গিরা উৎসাহ পাচ্ছেন ধর্ম প্রচারকদের কাছে ,বিভিন্ন জঙ্গি হামলার ব্যাপারে উল্লেখ করে তিনি বলেন এই বিশেষ জনগোষ্ঠী এই ঘটনা গুলিতে যুক্ত।আমি এই ধর্মের একজন হয়ে লজ্জিত হচ্ছি।
West Bengal deed Search : আপনার জমির পুরাতন দলিল সার্চ ও ডাউনলোড পদ্ধতিি
পশ্চিমবঙ্গের ওই শিক্ষক বলেন আমি এই দায় থেকে মুক্ত হতে চাইছি। শিক্ষক হিসাবে রাস্তা ঘাটে আমায় প্রশ্ন করছে মানুষ বিবৃত বোধ হচ্ছে।তিনি প্রাথমিক সিধান্ত নিয়েছেন।সরকারি উপায়ে তিনি ক সিধান্ত নেবেন সময় চেয়েছেন।
পাহেলগাও ঘটনায় তিনি এই সিধান্ত নিয়েছেন।মানব ধর্ম শ্রেষ্ট তিনি এই ধর্মীয় বিশ্বাস কে প্রতিষ্ঠা করতে চেয়েছেন। পাহালগাও ঘটনা তে শিক্ষক নিজের অবস্থান জানিয়েছেন।