YouTuber spy India:ভারতে পাকিস্তানের চরবৃত্তি চক্র ফাঁস! জনপ্রিয় ইউটিউবার গ্রেফতার, সামনে এল চাঞ্চল্যকর তথ্য
নয়াদিল্লি, ১৭ মে ২০২৫: ভারতের জাতীয় নিরাপত্তা তে পাকিস্তানের চর বৃত্তির নতুন পন্থা। গুপ্তচর সংস্থার এবার ব্যাবহার এক জনপ্রিয় মহিলা ইউটিউবার কে। জড়িয়ে পাকিস্তানের হয়ে চরবৃত্তির মামলায় অভিযোগ তার বিরুদ্ধে। হরিয়ানার জ্যোতি মালহোত্রা নামে এই ইউটিউবারকে গ্রেফতার করেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা।
এই ইউটিউবার ট্রাভেল ব্লগ করে (Travel vlogger spy India)।অভিযোগ, তিনি পাকিস্থান ভ্রমনের সময় দেশের গুরুত্বপূর্ণ গোপন তথ্য পাচার করেছেন পাকিস্তানি গুপ্তচরদের( YouTuber spy Indi
কীভাবে ফাঁস হল গোপনচর নেটওয়ার্ক?
ভারত-পাকিস্তান সীমান্তে চলা সামরিক উত্তেজনার(India Pakistan diplomatic tension) মাঝেই, গোয়েন্দাদের নজরে আসে অস্বাভাবিক আর্থিক লেনদেনের তথ্য।তখন পাকিস্থানি কিছু ইউটিউব চ্যানেল বন্ধের নির্দেশ দিয়েছিলো ভারতীয় তথ্য সম্প্রচার মন্ত্রিক।
হরিয়ানা ও পাঞ্জাব রাজ্যে পাকিস্তানের হয়ে চরবৃত্তি চালানোর অভিযোগে একাধিক জায়গায় তল্লাশি চালায় গোয়েন্দা বিভাগ।তাদের কাছে সূত্রের খবর ছিলো মোটা অঙ্কের আর্থিক বিনিময় হয়েছে ,তথ্য পাচার হয়।
এই অভিযানে জ্যোতি সহ মোট ছয়জনকে গ্রেফতার করা হয়। তদন্তে উঠে এসেছে, ২০২৩ সালে জ্যোতি মালহোত্রা পাকিস্তান সফরে গিয়েছিলেন।
নয়াদিল্লিতে পাক হাই কমিশনের একজন কর্মকর্তার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক থেকেই সূত্রপাত হয়।।শুরু হয় গোপন তথ্য পাচারের।পাকিস্থানের ভ ভাবমূর্তি প্রচারে এই জ্যোতি মালহোত্রা হাতিয়ার ছিলো ইউটিউব চ্যানেল(YouTuber arrested for spying)। পাকিস্থানের নানা প্রদেশে অবাধ যাতায়াত ছিলো ইউটিউবে র দ্বারা।
‘Travel With Jo’ চ্যানেল থেকেই যোগাযোগ!
‘ট্র্যাভেল উইথ জো’ নামের ইউটিউব চ্যানেল ছিলো প্রচারের মাধ্যম।ইউটিউব ট্রাভেল ব্লগার পরিচিত জ্যোতি প্রচুর ফলোয়ার গড়ে তুলেছিলেন প্রায় ৩.৭৭ লক্ষ সাবস্ক্রাইবার ছিল । কিন্তু তদন্তে দেখা যায়, এই চ্যানেল ব্যবহার করেই তিনি পাকিস্তানের সঙ্গে তথ্য আদানপ্রদান করতেন(Indian YouTuber espionage case) সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যাবহার দ্বারা পাক এজেন্টদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতেন তিনি।
পাকিস্তানে গিয়ে চরদের সঙ্গে বৈঠক
দিল্লিতে অবস্থিত পাকিস্থান হাই কমিশনের সদস্য এহসান উর রহিম ওরফে দানিশএর সাথে পরিচয়ের সূত্রপাত হয় পাকিস্থান যোগের, তিনি ২০২৩ সালে পাকিস্থান ভ্রমণে গিয়েছিলেন।গুপ্তচরের সঙ্গে ইন্দোনেশিয়ার বালিতেও দেখা করেছেন বলে অভিযোগ তার বিরুদ্ধে।
কোন ধারা অনুযায়ী মামলা?
ইউটিউবার জ্যোতির বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ১৫২ ধারা ও ১৯২৩ সালের সরকারি গোপনীয়তা আইনের ৩, ৪ ও ৫ ধারা অনুযায়ী মামলা দায়ের হয়েছে।

তদন্তকারীরা তাঁর কাছ থেকে লিখিত স্বীকারোক্তিও মাধ্যমে ব্যাপারটি নিশ্চিত করেছেন।। এই মামলাটি এখন হিসার জেলার দুর্নীতি দমন শাখার তত্ত্বাবধানে রয়েছে।
চরবৃত্তির অভিযোগে আরও গ্রেফতার
পাকিস্থানি চর্বৃত্তিচরবৃত্তি অভিযোগে জ্যোতি মালহোত্রা(Jyoti Malhotra Pakistan spy) ছাড়াও গ্রেফতার করা হয়েছে পাঁচজনকে,তাদের বিরুদ্ধে আর্থিক লেনদেন ভারতে অবৈধ প্রবেশ সাহায্যের অভিযোগ আছে। গোয়েন্দারা আশঙ্কা করছেন , অন্যান্য রাজ্যেও পাকিস্তানের গুপ্তচর চক্র সক্রিয় আছে ,মনে করছে।

Argha Bhattacharyya is the founder, writer, and editor of 12NewsWorld.com.
With a strong passion for journalism and public affairs, Argha focuses on covering local political news