R G Kar CC tv Footage : তরুণী চিকিৎসক হত্যার ভিডিও নার্সের মোবাইলে !!!??সিবিআই সূত্রে খবর
R G Kar CC tv Footage : তরুণী চিকিৎসককে খুন রাজ্য দেশ উত্তাল ,তার মধ্যেই গ্রেফতার হয়েছেন আর জি কর মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ।
এদিন আবার তাকে সিবিআই ধর্ষণ খুনের মামলায় গ্রেফতার করে। টালা থানার প্রাক্তন ওসি কে প্রমাণ লোপাট ধর্ষণ খুনের অভিযোগে গ্রেফতার করেছে সিবিআই
এই ঘটনার মধ্যে আট আগস্ট একটি ভিডিও(R G Kar CC tv Footage ) সাড়া ফেলে দিয়েছে।সিবিআই সূত্রে জানা যাচ্ছে ঘটনার দিন ওই তরুণী চিকিৎসককে আর জি করে করিডোর দিয়ে টেনে নিয়ে যাচ্ছে দুই অজ্ঞাত পরিচয় ব্যাক্তি।
এই ঘটনায় চাঞ্চল্য পরে গেছে শুধু তরুণী কে নিয়ে যাওয়া নয় সন্দীপ ঘোষের চেম্বারে নিয়ে ঢোকানো হচ্ছে।ওই গভীর রাত্রে সন্দীপ ঘোষ কেনো চেম্বার খুলে রেখেছিলেন সেই নিয়ে বিতর্ক ।সিবিআই জিজ্ঞাসাবাদ করবে এই নিয়ে।
এই ঘটনার ভিডিও পাওয়া গিয়েছে এক নার্সের মোবাইলে ,সিবিআই সূত্রে খবর দুই ইন্টার্ন মহিলা চিকিৎসক ও সেদিন ছিলেন ওই জায়গায়।
সিবিআই জিজ্ঞাসাবাদে ওই নার্স বলেছেন তিনি ওই ভিডিও(R G Kar CC tv Footage) দিতে রাজি ,তখন ওই ভিডিও দেখে তাজ্জব বনে যান সিবিআই অফিসারেরা।
তবে সুপ্রিমকোর্টে সিবিআই এই ভিডিও ফুটেজ পেশ করেছেন নাকি সেই বিষয়ে জানা যায়নি। মঙ্গলবার তাদের নতুন করে রিপোর্ট পেশের নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি।সেখানে আর জি কর এই ভিডিও( R G Kar CC tv Footage) প্রদর্শন করবে কি না সেটাই জানতে চাইছে সাধারণ মানুষ

Argha Bhattacharyya is the founder, writer, and editor of 12NewsWorld.com.
With a strong passion for journalism and public affairs, Argha focuses on covering local political news