CM Pratigya Yojana bihar online 2025 : ছাত্র ছাত্রীদের জন্য বিহার সরকারের প্রতিজ্ঞা যোজনায় বেকারদের জন্য ছয় হাজারের বিশেষ ভাতার ব্যাবস্থা।
বিহারের এন ডি এ সরকারের শরিক মুখ্যমন্ত্রী নীতিশ কুমার বেকারদের ভোট পেতে কল্পতরু ,বিহার ভোট ঘোষণা হওয়ার মুহূর্তে মাস্টারর্স্ট্রোক নীতীশের।
🕒 Quick Read
- Scheme Name: CM Pratigya Yojana Bihar
- Target Group: Unemployed students (Age 18–28)
- Monthly Support: ₹4000 (Class 12), ₹5000 (Diploma/ITI), ₹6000 (Graduates/Postgraduates)
- Internship Duration: Minimum 3 months, Max 12 months
- Status: Application process not yet started (will be announced on Bihar Govt portal)
- Purpose: Encourage skill development via internship
- Additional: ₹2000 extra under Jeevika Mission (if eligible)
🔎 Summary auto-generated using AI, reviewed by newsroom editorial team for accuracy.
বিহারের বেকারত্বের শতাংশের পরিমান ৪.২% একদিকে রাজ্য সরকার আরেকদিকে জোট সঙ্গী বিজেপি কে এই প্রকল্পের মাধ্যমে অক্সিজেন দেওয়া হলো বলে মনে করছে রাজনৈতিক মহল।
কি এই CM Pratigya Yojana
বিহারের মধ্যে বসবাসকারী বেকার ছাত্র ছাত্রী অর্থাৎ যাদের এখন স্কুল কলেজ অথবা কারিগরী বিদ্যালয় , মহা বিদ্যালয়ে পঠন পাঠন করছেন তাদের কে আর্থিক সাহায্যে দেওয়া হবে বিহারের রাজ্য সরকারের তরফে ।
Mukhyamantri Pratigya Yojana তে কাদের আর্থিক সাহায্য দেওয়া হবে
এই যোজনা তে ১৮ থেকে ২৮ বছর বয়সিরা পাবেন আর্থিক সাহায্য প্রতি মাসে। কতো টাকা দেওয়া হবে এই Pratigya Yojana তে – দ্বাদশ উত্তীর্ণরা পাবেন ৪০০০ টাকা, স্নাতকের ছাত্র ছাত্রীদের জন্য, মাসিক ৬০০০ টাকা বরাদ্দ হয়েছে।
CM Pratigya Yojana bihar Special Condittion
এই সাহায্য পেতে গেলে একটি শর্ত পূর্ণ করতে হবে ছাত্র ছাত্রীদের , যেইহেতু এটি একটি ইন্টার্নশিপ প্রোগ্রাম তাই কারিগরি দক্ষতা অর্থাৎ ট্রেনিং নিচ্ছেন ,যাদের কারিগরি দক্ষতার বিষয় নিয়ে স্কুল কলেজ গুলিতে লেখাপড়া করছেন তারাও এই সাহায্যের জন্য যোগ্য হবে।
এই ইন্টার্নশিপ পোগ্রমের দ্বারা স্কিল ডেভলপমেন্ট এর জন্য উৎসাহিত করতে চায় রাজ্য সরকার ।এই যোজনায় ১২ম শ্রেণী পাশ করা ছাত্র-ছাত্রীদের জন্য প্রতি মাসে ৪০০০ টাকা আর্থিক ভাতা নির্ধারিত হয়েছে।”।রাজ্যের বাইরে কাজ করলে পাবেন অতিরিক্ত ৫০০০ টাকা করে সাহায্য।
জীবিকা মিশনের আওতায় সুবিধাভোগীরা পাবেন অতিরিক্ত হিসাবে ২০০০ টাকা সাহায্য সরকারি কোষাগার থেকে।
ITI অথবা ডিপ্লোমা পাশ ছাত্র ছাত্রীদের জন্য ৫০০০ টাকা , স্নাতক অথবা স্নাতকোত্তর পাশ ছাত্র ছাত্রীদের জন্য ৬০০০ টাকা প্রতি মাসে বরাদ্দ হয়েছে।এই পরিকল্পনায় সর্বোচ্চ ১২ মাস ,সর্ব নিম্ন ৩ মাস ইন্টার্নশিপ করতে হবে প্রার্থীকে।
সচরাচর জিজ্ঞাস্য (FAQ)
উত্তরঃ ১৮-২৮ বছর বয়সী দ্বাদশ/স্নাতক/ডিপ্লোমা পড়ুয়া বা পাশ ছাত্রছাত্রীরা আবেদন করতে পারবেন।
উত্তরঃ দ্বাদশ – ₹৪০০০, ডিপ্লোমা – ₹৫০০০, স্নাতক – ₹৬০০০ পর্যন্ত ভাতা।
উত্তরঃ সরকারী ওয়েবসাইটে নোটিফিকেশন আসার পরই আবেদন শুরু হবে।
CM Pratigya Yojana bihar online apply process
- এই স্কিমের জন্য আধার কার্ড ব্যাংক অ্যাকাউন্ট যুক্ত দরকার হবে।
- ঠিকানার প্রমাণ
- জাত সনদ
- আয়ের সংশাপত্র
- শিক্ষাগত যোগ্যতার প্রমাণ ( দ্বাদশ,স্নাতক ,আইটিআই/ডিপ্লোমা )
- পাসপোর্ট সাইজের ছবি
- ব্যাংকের পাস বইয়ের প্রথম পৃষ্ঠার কপি
- স্বাক্ষর (ডিজিটাল ফর্ম্যাটে)
মুখ্যমন্ত্রী প্রতিজ্ঞা যোজনা তে আবেদন এখন ও শুরু হয়নি বিহার সরকারের সাইটে এই নোটিফিকেশন দেওয়া হবে।
এই প্রকোলপ্পে খরচের পরিমাণ ৪১ কোটি ৬৯ লক্ষ ২৪ হাজার টাকা।ইন্টার্নশিপ দ্বারা তাদের স্কিল ডেভেলপমেন্ট জন্য এই অর্থ ব্যাবহার করতে পারবে।এই স্কিমের দ্বারা বিহারের এক লক্ষ যুবক যুবতী উপকৃত হবে বলে মনে করছে সরকার।