12NewsWorld - Latest News, Politics, Technology, Education, Sports Updates12NewsWorld - Latest News, Politics, Technology, Education, Sports & Tips

Taruner Swapna : ছাত্র ছাত্রীদের জন্য সুখবর পশ্চিমবঙ্গ সরকার প্রকল্প একাদশ দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের অ্যাকাউন্টে পাবেন দশ হাজার টাকা

Taruner Swapna : ছাত্র ছাত্রীদের জন্য সুখবর পশ্চিমবঙ্গ সরকার প্রকল্প একাদশ দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের অ্যাকাউন্টে পাবেন দশ হাজার টাকা

রাজ্য সরকার বিভিন্ন প্রকল্প ( Government Scheme WB) সুবিধা পাচ্ছেন রাজ্যের হাজার মানুষ।এবার ছাত্র ছাত্রীদের জন্য তরুণের স্বপ্ন (Taruner Swapna) প্রকল্পে দেওয়া হচ্ছে দশ হাজার টাকা ।এই টাকা কবে দেওয়া হবে জানিয়েছে শিক্ষা দফতর

রাজ্য সরকারি তরুণের স্বপ্ন (Taruner Swapna) প্রকল্পে ছাত্র ছাত্রীদের দেওয়া হয় দশ হাজার টাকা করে ।তাদের পড়াশোনা জন্য মোবাইল কেনার জন্য দেওয়া হয় এই টাকা।এর আগে কভিড সময় পড়াশোনার জন্য রাজ্যে সরকার দিয়েছিলো দশ হাজার টাকা।

রাজ্য সরকার এই বছর ৫ সেপ্টেম্বর, শিক্ষক দিবসের দিন ছাত্রছাত্রীদের অ্যাকাউন্টে দেওয়ার জন্য জানিয়েছিলো বিশেষ কারণে সেই সময় বাতিল হয়। বিভিন্ন সংবাদমাধ্যমে জানানো হয়েছিলো বিদ্যাসাগরের জন্মদিনে দেওয়া হবে তরুণের স্বপ্ন (Taruner Swapna) প্রকল্পের টাকা।

রাজ্য সরকারের সূত্রের মাধ্যমে যে খবর পাওয়া যাচ্ছে পুজোর আগে এই প্রকল্পে টাকা দেওয়ার খবর নেই। বিভিন্ন জেলায় বন্যা পরিস্থিতির জন্য টাকা দেওয়া হবে পুজোর শেষে একটি দিন ,সেই দিনটি নিশ্চিত নয়।তরুণের স্বপ্ন (Taruner Swapna) প্রকল্পে রাজ্যের ছাত্র ছাত্রীদের দেওয়া টাকা মোবাইল কিনতে দেওয়া হয় তার বিল পাঠাতে হয় ।

See also  Small Saving schemes in post office : প্রধানমন্ত্রীর এই স্কিমে পেতে পারেন ৩৭.৬৮ লাখ টাকা

রাজ্যের শিক্ষা দফতরে।স্কুল গুলি এই কাজ করে থাকে।রাজ্যের বিভিন্ন স্কুল বর্তমানে বন্ধ রয়েছে।রাজ্যের বন্যা পরিস্থিতে এখনও বিভিন্ন জায়গায় জল নামেনি। তাই শিক্ষকদের সেই কাজ সম্ভব নয়।

রাজ্যের বিভিন্ন স্কুলে মোবাইলের বিল জমা দিতে আসতে ছাত্র ছাত্রীদের অসুবিধা হবে ,সেই কথা ভেবে এখন তরুণের স্বপ্ন (Taruner Swapna) প্রকল্পের টাকা দেওয়া নিয়ে সিধান্ত জানাত পারেনি রাজ্য সরকার

এই নতুন প্রকল্পের টাকা বিষয়ে অফিসিয়াল ঘোষণা জানিয়ে দেওয়া হবে রাজ্যের শিক্ষা দফতর সুত্রে জানানো হয়েছে।