12NewsWorld - Latest News, Politics, Technology, Education, Sports Updates12NewsWorld - Latest News, Politics, Technology, Education, Sports & Tips

Calcutta High Court : বাংলায় টাটার আগমন( Tata Group) নিয়োগ দুর্নীতি তদন্তে , নির্দেশ কোলকাতা হাইকোর্টের

 রাজ্যের ইতিহাসে সিঙ্গুর রাজনৈতিক পটভূমিতে টাটা দের নাম উল্লেখ্যযোগ্য। সাম্প্রতিক ,সময় জমি আন্দোলন নিয়ে রাজ্য কে বড়ো অর্থের জরিমানা দেওয়ার নির্দেশ দেয় কোলকাতা হাইকোর্ট। এই বার সেই টাটা গ্রুপ আবার রাজ্যের সঙ্গে সম্মুখ যুদ্ধে অবতীর্ণ,এই বারে লড়াই টা রকম ভেদে আলাদা হলেও ,প্রাপ্য সম্মানের লড়াই । 

                             

images%20 %202024 07 07T112130.339

নিয়োগ দুর্নীতি রাজ্যের শাসক দলের একটি অসস্তি হয়ে দাঁড়িয়েছে ,পার্থ চট্টোপাধ্যায় থেকে সুবিরেশ ,মন্ত্রী থেকে শাসক দলের সভাপতি নিয়োগ দুর্নীতি তে যোগ সকলের সেই দুর্নীতিতে এইবার ও এম আর নিয়ে কোলকাতা হাইকোর্টের নির্দেশ যেনো তেন উপায়ে বের করতে হবে ও এম আর এর তথ্য  সেই দায়িত্বে টাটা গ্রুপ ।

দুর্নীতির তদন্তে টাটা গ্রুপ তাদের কে হাইকোর্টের বিশেষ নির্দেশ

প্রাথমিক নিয়োগ মামলায় হাইকোর্ট নির্দেশ দেয় যে রকম উপায়ে ,প্রয়োজনে বিদেশি সংস্থা দিয়ে উত্তর পত্রের সকল বিষয়  জানাত হবে। এই নির্দেশ দেওয়ার পরেই সি বি আই  তদন্তের গতি বৃদ্ধি করেছে।প্রসঙ্গত , উল্লেখ্য সিবিআই ও এম আর ,নথির তথ্য সার্ভার থেকে উদ্ধার করতে ,অসফল । 
কোলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থা নির্দেশ দেয় তথ্যপ্রযুক্তির সঙ্গে যুক্ত দেশের  প্রথম সারির কোনো সংস্থা দিয়ে কপি স্ক্যান করে সেই তথ্য আদালতে পেশে র জন্য। এই বার সিবিআই যুক্ত করছে টাটা কনসালটেন্সি কে সার্ভার থেকে ডেটা ,উদ্ধার মাধ্যমে সেটি আদালতে জমা দেওয়ার।
See also  SSC Case: ভলেন্টিয়াররি সার্ভিস দিন। আপনাদের তো কেউ স্কুলে যেতে বারণ করেনি, মুখ্যমন্ত্রী।