CISF in R G Kar Hospital : সি আই এস এফ জওয়ানদের থাকা খাওয়ার বন্দোবস্ত আর জি কর মেডিক্যাল কলেজ নিয়ে চাঞ্চল্যকর দাবি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের।
রাজ্যের পটভূমিতে সাস্থ্য ক্ষেত্রে এই নির্লজ্জ ঘটনা দেখা যায়নি। রাজ্যের বিভিন্ন জায়গায় বিক্ষোভ চলছে। জুনিয়র ডাক্তার থেকে সেলিব্রিটি রাত জেগেছে অভয়ার বিচারের জন্য।
সিবিআই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা গ্রেফতার করেছে আর জি কর প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ কে।কোর্টের নির্দেশ দশ দিনের সিবিআই হেফাজতে নেওয়া হয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রকের আর জি কর নিয়ে সি আই এস এফ জওয়ানদের থাকা খাওয়া নিয়ে বন্দোবস্তের অভাব,সুপ্রিম কোর্টের সতপ্রনদিত মামলায় যুক্ত হতে চেয়েছে।
তাদের দাবি আদালত অবমাননার মামলা হোক।আর জি করে তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুন ,বহিরাগত দুষ্কৃতীদের তাণ্ডব এই নিয়ে নিরাপত্তার জন্য মোতায়েন ১৮৫ জন জওয়ান,তাদের ক্যাম্পাসের কে বি বয়েজ এবং মেন বয়েজ হোস্টেলে বিভিন্ন জায়গায় মোতায়েন করেছে রাজ্য পুলিশ।
আর জি করে মোতায়েন বাহিনীর যথেষ্ট বাথরুম ,খাওয়ার বন্দোবস্ত খাওয়ার মান নিয়ে।কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক অভিযোগ জানিয়েছে ,তাদের থাকার জায়গা নিয়েও সুপ্রিম কোর্টে জানানো হয়েছে।
রাজ্যের সরকার আর জি করে ইস্যু নিয়ে এমনিতেই অসুবিধায় কেন্দ্রীয় সরকার মামলা হলে সেই ক্ষেত্রে নতুন দুর্ণীতির বিষয় দেখা যেয়ে পারে।
I am experienced three years in politics ,bengal culture,besides my experience & Our report is published after accurate data analysis