রাজ্যের বিজেপি নেতা দিলীপ ঘোষ সম্প্রতি সংসারী হয়েছেন ,স্ত্রী রিঙ্কু মজুমদার(Rinku Mazumdar) কে নিয়ে সংসার জীবন ঠিক চলছিলো
দিলীপ ঘোষের স্ত্রী(Dilip Ghosh Wife) বিবাহ বিচ্ছিন্ন তার এক সন্তান আছে ,প্রথম পক্ষের স্বামীর সেই সৃঞ্জয় দাশগুপ্ত নব বধূ ও দিলীপ ঘোষ কে শুভেচ্ছা জানিয়েছিলেন বিবাহের।
কিন্তু এদিন নিউটাউনের আবাসনে সৃঞ্জয় দাশগুপ্ত(Srinjoy Dasgupta) আত্মহত্যা করে।বাড়ি থেকে উদ্ধার হয় ঝুলন্ত দেহ।
প্রাথমিক তদন্তে আসে বিধাননগর পুলিশ ,দেহ নিয়ে যাওয়া হয় ময়না তদন্তের জন্য ,তাকে মৃত বলে ঘোষণা করা হয়েছে।
তবে যে সন্তান মায়ের বিয়ে নিয়ে সন্তুষ্ট ছিলো ,হঠাৎ এই রকম সিদ্ধান্তে রহস্য দানা বাঁধছে।এই ঘটনার অলক্ষ্যে নতুন রহস্য আছে , এখনই পুলিশ নির্দিষ্ট করে জানায়নি তদন্ত চলছে।
রিঙ্কু মজুমদার বিজেপি কর্মী ও দিলীপ ঘোষের(Dilip Ghosh) স্ত্রী নিউটাউনেই থাকতেন। তিনি বিবাহের সময় জানিয়েছিলেন সন্তান ও এই বিবাহে খুশি আছেন।বছর সাতাশের সৃঞ্জয় দাশগুপ্ত মৃত্যু নিয়ে রহস্য সৃষ্টি হয়েছে।