RG Kar incidents : উত্তরপত্রে লেখা যাবে না রাজনৈতিক স্লোগান নিদান উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের তরফে

RG Kar incidents :  উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের নতুন নিদান উত্তরপত্রে লেখা যাবে না রাজনৈতিক স্লোগান, এই নিয়ে শিক্ষা সংসদের তরফে জারি হয়েছে নির্দেশিকা।

                                 

RG Kar incidents : উত্তরপত্রে লেখা যাবে না রাজনৈতিক স্লোগান নিদান উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের তরফে

 

এই বিষয়ে সংবাদ সম্মেলনে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের (WBCHSE) সভাপতি শুধু রাজনৈতিক স্লোগান নয় চিরকুট , রেজিস্ট্রেশন নম্বর ,উত্তরপত্র নিয়ে পরীক্ষার হল থেকে বাড়ি গেলে সেই বিষয়েও ব্যাবস্থা বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে জানিয়েছে সংসদ।

           আরো পড়ুন :  R.G. Kar Collage : কলেজ স্কোয়্যার থেকে ধর্মতলা বিক্ষোভ শেষে রাত জাগার সিধান্ত স্বস্তিকা মুখোপাধ্যায়, বিদীপ্তা চক্রবর্তী, বিরসা দাশগুপ্তদের             

উচ্চমাধ্যমক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য  জানিয়েছেন আগে এই বিষয়ে নির্দেশিকা দেওয়া হয়েছিলো অপ্রাসঙ্গিক নিয়ম বহির্ভূত বিষয় গ্রহণ হবে না।

                             

তিনি জানিয়েছেন উত্তরপত্রে রাজনৈতিক স্লোগান লিখলে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হতে পারে,পরীক্ষা,বাতিল হতে পারে সেই বিষয়েও তিনি জানিয়েছেন। 

আর জি কর(RG Kar incidents ) নিয়ে রাজ্য বিক্ষোভ চলছে এই আবহাওয়ায় বিক্ষোভ বিস্তৃত হতে না পারে সেই চেষ্টা হচ্ছে ,রাজনৈতিক বিরোধী দলগুলি জানিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *