12Newsworld

Stay updated with India's politics, Bengal's latest news, government programs, education jobs, and lifestyle insights

Sealdah Court case status : আরজি কর কাণ্ডের তদন্তের অভিযুক্ত প্রাক্তন প্রিন্সিপাল সন্দীপ ঘোষ ও টালা থানার ওসি কে জেল হেফাজতের নির্দেশ

Tala PS Former OC Arrest : তিলোত্তমা ধর্ষণ-খুন মামলা গ্রেফতার টালা থানার প্রাক্তন ওসি

Kolkata rape case: আরজি কর কাণ্ডের তদন্তে গ্রেফতার হয়েছেন প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এই ঘটনায় সিবিআই গ্রেফতার করেছে টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মন্ডলকে

এদিন তাদের শিয়ালদহ আদালতে (Sealdah Court case status)পেশ করলে আদালত ১৭ তারিখ পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দিয়েছে।

আদালতের(Sealdah Court case status) পক্ষ থেকে আর যে নির্দেশ এসেছেে সিবিআই তাদের কে জিজ্ঞাসাবাদে তদন্তে সহযোগিতা দেখায়

প্রসঙ্গত আরজি কর কাণ্ডে সন্দীপ ঘোষ ইতিমধ্যেই দুর্নীতির দায়ে সিবিআই র হাতে গ্রেফতার হয়েছিলেন।ওসি অভিজিৎ মণ্ডল শারীরিক অসুস্থতা দেখিয়ে নিজেকে এই অপরাধের তদন্ত থেকে বের করে আনতে চেয়েছিলেন।কিন্তু ১৪ সেপ্টেম্বর তিলোত্তমা হত্যা কাণ্ডে তদন্তে গাফিলতি তদন্তের অভিমুখ ঘুরিয়ে দিতে প্রমাণ লোপাটের অভিযোগের জন্য তিনিও গ্রেফতার হয়েছেন।

সুপ্রিমকোর্টে এই নিয়ে মামলা চলছিলো সেই সময় সিবিআই আইনজীবী তরফে জানানো হয় ক্রাইম সিন পরিবর্তন করে দেওয়ার চেষ্টা ,সঠিক নিয়মে তদন্ত না করে অভিমুখ ঘুরিয়ে দেওয়ার চেষ্টা , সাওয়াল করে সিবিআই আইনজীবী ,তিনি অর্থাৎ অভিজিৎ মণ্ডল ঘটনার দিন উপস্থিত থাকা অবস্থায় একাধিক ব্যাক্তি ক্রাইম সিনে জড়ো হয়।

এছাড়া সন্দীপ ঘোষ বিভিন্ন ব্যাক্তি কে দিয়ে তিলোত্তমার বাবা কে ফোন করে বিভিন্ন তথ্য দেয়।এছাড়াও সঠিক সময়ে এফ আই আর না হওয়া ইত্যাদি বিভিন্ন অভিযোগ ওঠে আরজি করের প্রাক্তন অধ্যক্ষের বিরুদ্ধে ।এখন সুপ্রিমকোর্টে বিষয়টি মঙ্গলবার আবার সওয়াল জবাবে ,শিয়ালদহ আদালতের( Sealdah Court case status) নির্দেশ এই সময়ে সিবিআই তদন্তে মামলার চাঞ্চল্যকর কি তথ্য বেরিয়ে আসে সেটি দেখার জন্য অপেক্ষায়,সাধারণ মানুষ।

See also  South eastern Railway : হাওড়া - খড়গপুর লাইনে বন্ধ থাকছে ট্রেন। ২০০ র বেশি ট্রেন বাতিলের ঘোষণা।