SAVE 20241030 241446

পৃথিবীর সুন্দর সম্পর্ক মা ও সন্তানের সেই সম্পর্কে বিবাদ দ্বন্দ্ব দেখেছেন।অর্থের লোভে মা কে হত্যা দেখেছেন ,ধর্ষণ দেখেন নি,সেই ঘটনা ঘটেছে ।

ভারতের উত্তরপ্রদেশে(Uttar Pradesh Shocker) মেইনপুরীর (Mainpuri) আজাদনগর একটি এলাকায়, নিজের মা কে ধর্ষণ করেছে মাদকাসক্ত ।

এই যুবক তিনি মাদকাসক্ত ছিলেন দীর্ঘদিন টাকার জন্য মা কে মারধোর করতে দ্বিধা বোধ ছিলোনা।প্রাথমিক তদন্তে পুলিশ সূত্রে জানা যায় টাকা পয়সা নিয়েই বিবাদের সূত্রপাত।

এই ঘটনায় এলাকায় সাধারণ মানুষের মধ্যে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।শুধু মা কে নয় যুবক নেশায় এমন বুঁদ ছিলো ।মা কে ধর্ষণ করে ছাগলকে ধর্ষণ করে ওই যুবক।

সেখান থেকে বেরিয়ে তিনি মহিলা পুলিশকে যৌন হেনস্থার চেষ্টা করে তখনই পুলিশের হাতে গ্রেফতার হয় ।

  • Coockroach Milk Benifits : গরুর দুধের থেকেও পুষ্টি বেশি আরশোলার দুধে।সুপার ফুড প্রোটিন সমৃদ্ধ এই দুধ

    Coockroach Milk Benifits : গরুর দুধের থেকেও পুষ্টি বেশি আরশোলার দুধে।সুপার ফুড প্রোটিন সমৃদ্ধ এই দুধ

    পৃথিবীতে মাতৃ দুগ্ধ পুষ্টিকর ডাক্তার রা বলতেন।তাই সেই দুধ পান করার কথা বলতেন বাচ্চাদের।গরুর দুধ পুষ্টির জন্য আরেকটি উপাদেয় পানীয়।তবে সেই জায়গায় বিকল্প আরশোলার দুধ।আরশোলার দুধের সুবিধা(Coockroach Milk Benifits) নিয়ে এমন দাবি বিজ্ঞানীদের। আরশোলা এমন একটি প্রাণী যেটি দেখলেই নোংরা ও জীবাণুর কথা মাথায় আসে সেই প্রাণী কে দেখলেই গা গুলিয়ে ওঠে।আরশোলার দুধ সুপার ফুড…

  • Black Magic at Lilavati Hospital: লীলাবতী হাসপাতালের গোপন কুঠুরি তে কলসি মানুষের হাড়গোড়, কালা জাদু অভিযোগ  হাসপাতাল কর্তৃপক্ষের

    Black Magic at Lilavati Hospital: লীলাবতী হাসপাতালের গোপন কুঠুরি তে কলসি মানুষের হাড়গোড়, কালা জাদু অভিযোগ হাসপাতাল কর্তৃপক্ষের

    Black Magic at Lilavati Hospital: হাসপাতালের গোপন কুঠুরি তে কলসি মানুষের হাড়গোড়, কালা জাদু অভিযোগ প্রাক্তন পুলিশ কর্তা ও হাসপাতালের এগজিকিউটিভ ডিরেক্টরের মুম্বাইয়ে র বিখ্যাত হাসপাতাল ,সেই হাসপাতালেই কালা জাদু অভিযোগ । মিললো হাড়গোড় ও কলসি।মুম্বই লীলাবতী হাসপাতালের(Black Magic at Lilavati Hospital) ঘটনায় চাঞ্চল্য , যেই হসপিটালে প্রভাবশালী, ধনী ব্যাক্তিদের ,চিকিৎসা হয়।সেখানেই এই কান্ড চলছিলো।…

  • Sougata Roy: ভারত চ্যাম্পিয়নস ট্রফি জিতলেও রোহিত কে নিয়ে আবারও বেফাঁস সৌগত !!!

    Sougata Roy: ভারত চ্যাম্পিয়নস ট্রফি জিতলেও রোহিত কে নিয়ে আবারও বেফাঁস সৌগত !!!

    Sougata Roy : তৃণমূলের বর্ষীয়ান সাংসদ কংগ্রেস নেত্রীকে সমর্থন করে সমালোচনা করেছিলেন রোহিতের,এবার ভারত চ্যাম্পিয়ন্স ট্রফি(Champions Trophy win) জিতলেও ,বললেন রোহিত প্রলোভনে পা দিয়েছে। তৃণমূলের শিক্ষিত সাংসদ সৌগত রায়, ব্যাক্তি জীবনের প্রফেসর সৌগত র সম্মান ও রাজনৈতিক জীবন বিচিত্র ,তিনি বেফাঁস বলেন ,সেটা দলের নেতা হোক বা সাধারণ মানুষকে। তার একটি মন্তব্য সমালোচিত হয় ভারতীয়…

উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথ রাজ্যে হর হামেশা ধর্ষনের বিষয় শিরোনামে আসে।এই রকম ঘটনা এই প্রথম।

READ  LabCorp hit with federal suit over robocalls

এই এলাকায় নেশা নিয়ে পর্যাপ্ত সচেতনতা মূলক প্রচার নেই বলে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন।এলাকায় নেশাগ্রস্ত সংখ্যা বৃদ্ধি পাচ্ছে।প্রশাসনকে যথেষ্ট সজাগ দৃষ্টি রাখতে বলেছেন স্থানীয় বাসিন্দারা।

কিছুদিন আগে রাজ্যে আরজি করে ঘটনা নিয়ে রাজ্য উদ্বেল হয়েছিলো।মহিলাদের নিরাপত্তা নিয়ে বিক্ষোভে সামিল হয়েছিলেন নারী পুরুষেরা।

উত্তরপ্রদেশে(Uttar Pradesh Shocker) মেইনপুরীর (Mainpuri) আজাদনগর ঘটনা ভারতবর্ষের নারী নিরাপত্তা নিয়ে বিশেষ উদ্বেগের সৃষ্টি করেছে।বিষয়টি যেহেতু ঘরে তে বাড়ির লোকের হাতেই হেনস্থা তাই এই নিয়ে মানুষিক সচেতনতার প্রচেষ্টার দরকার আছে।

By Argha Bhattacharyya

I am experienced three years in politics ,bengal culture,besides my experience & Our report is published after accurate data analysis