Mamta Banerjee Chief Minister : পদত্যাগ করতে রাজি মুখ্যমন্ত্রী

Mamta Banerjee Chief Minister : পদত্যাগ করতে রাজি মুখ্যমন্ত্রী

চিকিৎসকদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী জানান তিনি অপেক্ষা করেছিলেন কিন্তু তাদের তরফে যথাযোগ্য উত্তর না মেলায় বিঠক সম্ভব হয়নি । খোলা মনে আলোচনার বার্তা দিতেছিলাম চেয়েছিলাম সমাধান সূত্র বের হয়ে আসবে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamta Banerjee Chief Minister) প্রতিক্রিয়া আমি ১৫ জনকে ডেকেছিলাম, কিন্তু ওরা ৩৪ জন এসেছে তাতেও আমাদের কোনও আপত্তি ছিল না,তিনি এও বলেন আমি পদত্যাগ করতে রাজি আছি।

এদিন নবান্ন গিয়েছিল ডাক্তারদের একটি প্রতিনিধি দল, বাসে করে তিরিশ জন ডাক্তার পৌঁছে গেলেও সাস্থ্য সচিব সাংবাদিক সম্মেলন করে জানিয়ে দেন তাদের দাবি লাইভ স্ট্রিমিং সম্ভব নয়।সুপ্রিম কোর্টে বিচারাধীন বিষয় সেটিও জানানো হয়েছে ডাক্তার প্রতিনিধিদের

এদিন সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী জানিয়েছেন আমার অনেক অপমান হয়েছে, মা মাটি সরকারকে নিয়ে অনেক কুৎসা রটেছে সব মেনে নিয়েছে। তিনি প্রায় তিন ঘন্টা অপেক্ষা করে , ডাক্তারদের প্রতিনিধি দল আগেই দেরি করে নবান্নে পৌঁছয়।

তিনি ডাক্তারদের এই আচরণ ক্ষমা করছেন মুখ্যমন্ত্রী (Mamta Banerjee Chief Minister )জানিয়েছেন আমি তাঁদের ক্ষমা করে দিয়েছি। ফোন নিয়ে সভাঘরে ঢোকা যায় না। আমি পর্যন্ত ঢুকি না। তাহলে কি ভাবে তাদের পারমিশন দেবো।

মানুষের সমর্থন এই বিক্ষোভে তিনি বলেন মানুষ বোঝেননি মানুষ শুধু বিচার চেয়েছিলেন,এই বিক্ষোভে রাজনীতির রং লাগানো হয়েছে।তখন তিনি বলেন মুখ্যমন্ত্রী পদ নিয়ে আমি বসে থাকতে চাই না। আমি শুধু মানুষের ভাল চাই। রাজ্যের মুখ্যমন্ত্রী পদত্যাগের কথা জানিয়েছেন।

এর আগে দুই বার চিঠি দিয়ে নবান্নে বৈঠকের আহ্বান জানানো হয় ডাক্তারদের ।তাদের তরফে জানানো হয় যে সাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম তিনি নিজেই বৈঠকে ডাকছেন তার বিরুদ্ধেই পদত্যাগের দাবি।পদ্ধতিগত ও অপমান হয়েছে দাবি করা হয়ে হয়েছিলো ডাক্তারদের তরফ থেকে।

এর পরে রাজ্যের মুখ্য সচিব তিনি আবার মেইল করে ডাক্তারদের ,তবে ডাক্তারদের তরফে বলা হয় তদের চারটি শর্ত ১) অভয়ার বিচার চাই, ২) তিরিশ জন প্রতিনিধি যাবেন নবান্নে ৩) পাঁচ দফা দাবি নিয়েই বৈঠক মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে ৪) লাইভ স্ট্রিমিং

See also  South eastern Railway : হাওড়া - খড়গপুর লাইনে বন্ধ থাকছে ট্রেন। ২০০ র বেশি ট্রেন বাতিলের ঘোষণা।

এই শর্তে প্রথমত পনেরো জন কে পারমিশন দেওয়া হয়, পরে ডাক্তারদের তরফে পাল্টা মেইল করে জানানো হয় তিরিশ জন নিয়েই তারা যাবেন ,নবান্নে গিয়ে স্থির করবেন সিধান্ত যদি সদর্থক আলোচনা পরিবেশ তৈরি হয় তাহলে বৈঠকে যোগ দিতে আপত্তি নেই।কিন্তু রাজ্যের লাইভ স্ট্রিমিং আপত্তি থাকায় নবান্নে অপেক্ষা করে ডাক্তারেরা বৈঠক না করেই ফিরে আসেন।