পৃথিবীর সুন্দর সম্পর্ক মা ও সন্তানের সেই সম্পর্কে বিবাদ দ্বন্দ্ব দেখেছেন।অর্থের লোভে মা কে হত্যা দেখেছেন ,ধর্ষণ দেখেন নি,সেই ঘটনা ঘটেছে ।
ভারতের উত্তরপ্রদেশে(Uttar Pradesh Shocker) মেইনপুরীর (Mainpuri) আজাদনগর একটি এলাকায়, নিজের মা কে ধর্ষণ করেছে মাদকাসক্ত ।
এই যুবক তিনি মাদকাসক্ত ছিলেন দীর্ঘদিন টাকার জন্য মা কে মারধোর করতে দ্বিধা বোধ ছিলোনা।প্রাথমিক তদন্তে পুলিশ সূত্রে জানা যায় টাকা পয়সা নিয়েই বিবাদের সূত্রপাত।
এই ঘটনায় এলাকায় সাধারণ মানুষের মধ্যে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।শুধু মা কে নয় যুবক নেশায় এমন বুঁদ ছিলো ।মা কে ধর্ষণ করে ছাগলকে ধর্ষণ করে ওই যুবক।
সেখান থেকে বেরিয়ে তিনি মহিলা পুলিশকে যৌন হেনস্থার চেষ্টা করে তখনই পুলিশের হাতে গ্রেফতার হয় ।
-
রাশিয়া বিমান উধাও মাঝ আকাশ থেকে। পঞ্চাশ জন যাত্রী নিয়ে উড়ান দিয়েছিলো এই ফ্লাইট।
আকাশে উড়ছিলো হটাৎ ই ভ্যানিশ হয়ে গেলো আস্ত একটি বিমান। অ্যানটোনভ এএন-২৪ যাত্রীবাহী বিমানে কেবিন ক্রু পাইলট এবং যাত্রী নিয়ে মোট পঞ্চাশ জন উপস্থিত ছিলো। রাশিয়ার ফার ইস্ট অঞ্চলে বিমানের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে এটিসির,টাইন্ডার শহরের আমূর প্রদেশে কাছে বৃহস্পতিবার (২৪ জুলাই) এই বিমানের সাথে সংযোগ ছিলো এর পরে বিমানটি রাডারে খুঁজে পাচ্ছে না বিমান
-
উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন কলেজে বাংলাদেশি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত।
বাংলাদেশ প্রশিক্ষণ বিমান কলেজে ভেঙে পড়লো বাংলাদেশ বিমান বাহিনীর এফ-7 বিজিআই প্রশিক্ষণ বিমানটি ০১.০৬ মিনিটে উড্ডয়ন করে, পরবর্তীতে উত্তরায় মাইলস্টোন স্কুল এন্ড কলেজে বিধ্বস্ত হয়। এখনো পর্যন্ত নিহতের সংখ্যা এক নিহতের সংখ্যা বাড়তে পারে বলে জানিয়েছে উদ্ধারকারী দল। ঢাকা মহানগর পুলিশের তরফে জানানো হয়েছে মাইলস্টোন কলেজের ক্যান্টিনের ছাদে গিয়ে ধাক্কা মারে প্রশিক্ষণ বিমানটি। উত্তরা বিভাগের
-
দুধ ভেজ না নন ভেজ – Milk is Veg or Non-Veg
আপনি কি জানেন দুধে র ভেজ ও নন ভেজ আছে !!!???আসুন আজ জেনে নিই নন ভেজ দুধের(Milk is Veg or Non-Veg) ব্যাপারে , এই নিয়ে ভারত এবং আমেরিকার মধ্যে দ্বন্দ্ব শুরু হয়েছে।আমেরিকার প্রেসিডেন্টের শুল্ক নীতির প্রভাব তো এতদিন ছিলই ,এখন দুধ নিয়ে দুই দেশের ব্যাবসায়িক মহলে প্রতিযোগিতা শুরু হয়েছে। আমেরিকার বিভিন্ন সংবাদ মাধ্যম এবং ভারতের
উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথ রাজ্যে হর হামেশা ধর্ষনের বিষয় শিরোনামে আসে।এই রকম ঘটনা এই প্রথম।
এই এলাকায় নেশা নিয়ে পর্যাপ্ত সচেতনতা মূলক প্রচার নেই বলে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন।এলাকায় নেশাগ্রস্ত সংখ্যা বৃদ্ধি পাচ্ছে।প্রশাসনকে যথেষ্ট সজাগ দৃষ্টি রাখতে বলেছেন স্থানীয় বাসিন্দারা।
কিছুদিন আগে রাজ্যে আরজি করে ঘটনা নিয়ে রাজ্য উদ্বেল হয়েছিলো।মহিলাদের নিরাপত্তা নিয়ে বিক্ষোভে সামিল হয়েছিলেন নারী পুরুষেরা।
উত্তরপ্রদেশে(Uttar Pradesh Shocker) মেইনপুরীর (Mainpuri) আজাদনগর ঘটনা ভারতবর্ষের নারী নিরাপত্তা নিয়ে বিশেষ উদ্বেগের সৃষ্টি করেছে।বিষয়টি যেহেতু ঘরে তে বাড়ির লোকের হাতেই হেনস্থা তাই এই নিয়ে মানুষিক সচেতনতার প্রচেষ্টার দরকার আছে।