পৃথিবীর সুন্দর সম্পর্ক মা ও সন্তানের সেই সম্পর্কে বিবাদ দ্বন্দ্ব দেখেছেন।অর্থের লোভে মা কে হত্যা দেখেছেন ,ধর্ষণ দেখেন নি,সেই ঘটনা ঘটেছে ।
ভারতের উত্তরপ্রদেশে(Uttar Pradesh Shocker) মেইনপুরীর (Mainpuri) আজাদনগর একটি এলাকায়, নিজের মা কে ধর্ষণ করেছে মাদকাসক্ত ।
এই যুবক তিনি মাদকাসক্ত ছিলেন দীর্ঘদিন টাকার জন্য মা কে মারধোর করতে দ্বিধা বোধ ছিলোনা।প্রাথমিক তদন্তে পুলিশ সূত্রে জানা যায় টাকা পয়সা নিয়েই বিবাদের সূত্রপাত।
এই ঘটনায় এলাকায় সাধারণ মানুষের মধ্যে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।শুধু মা কে নয় যুবক নেশায় এমন বুঁদ ছিলো ।মা কে ধর্ষণ করে ছাগলকে ধর্ষণ করে ওই যুবক।
সেখান থেকে বেরিয়ে তিনি মহিলা পুলিশকে যৌন হেনস্থার চেষ্টা করে তখনই পুলিশের হাতে গ্রেফতার হয় ।
POK ফেরানো ছাড়া পাকিস্থানের সাথে মধস্ততা নয়,মার্কিন ভাইস প্রেসিডেন্ট কে জানিয়ে দিলেন মোদী
ভারতের সাথে সমঝোতায় রাজি হয়েও যুদ্ধ বিরতি লঙ্ঘন পাকিস্তানের। এবার প্রধানমন্ত্রী জানিয়ে দিলেন ছাড় নয় পাকিস্থান কে।পাক অধিকৃত কাশ্মীর(POK) দখলে চায় ভারত। ভারত পাকিস্থান যুদ্ধ পরিস্থিতি সমঝোতা নিয়ে নিজের দাবি করেছিলেন ডোনাল্ড ট্রাম্প ।দুই দেশের মধ্যে যুদ্ধ বিরতি নিয়ে পোস্ট করেছিলেন।ট্রাম ই সম্পাদনা করেছেন যুদ্ধ বিরতি দেখাতে চেয়েছিলেন ।কিন্তু পাকিস্তান এক ঘণ্টায় জম্মু,রাজস্থান,চণ্ডীগড় তে প্রায়…
Siliguri News : প্রযুক্তির সাহায্য নিয়ে মহিলাদের সঙ্গে প্রতারণা। কো-পাইলট পরিচয় গ্রেফতার যুবক।
প্রযুক্তি আর কৃত্রিম বুদ্ধিমত্তার জোরে সহকারী পাইলট পরিচয়ে পরিচয় বদলে প্রতারণার জাল বিস্তার করছিল এক যুবক। কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্য নিমেষেই ভোল বদলে সহকারী পাইলট। AI প্রতারক হিসেবে পরিচিত ওই যুবক প্রেমের ফাঁদ পেতে বহু মহিলাকে টার্গেট করত। শিলিগুড়ি (Siliguri) এই যুবকের কীর্তি দেখলে মুভি কে লজ্জায় ফেলবে। তার প্রতারণার শুরু এক মহিলা গ্রাউন্ড স্টাফকে লক্ষ্য…
Pakistan Attacks Jammu: এস-৪০০ তে জব্দ পাকিস্থান । জম্মু বিমান বন্দরে হামলার চেষ্টা বানচাল করে দিলো এয়ার ডিফেন্স সিস্টেম
জম্মু তে ক্রমাগত ড্রোন থেকে অ্যাটাক ( Drone Attack) চেষ্টা পাকিস্থানের ( India Pakistan) ব্ল্যাকআউট করে দেওয়া হলো শহরের প্রতিটি এলাকা। Pakistan Attacks Jammu: পাকিস্থান সেনা নিয়ন্ত্রণ রেখা অতিক্রম করে এদিন হামলা করে জম্মুতে ,ক্ষেপনাস্ত্র তাক করে বিমান বন্দর উড়িয়ে দেওয়ার চেষ্টা। India-Pakistan war : ভারতীয় সেনার প্রত্যাঘাত আবারও নিয়ন্ত্রণ রেখায় অবাধে পাক গুলি। জবাব…
উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথ রাজ্যে হর হামেশা ধর্ষনের বিষয় শিরোনামে আসে।এই রকম ঘটনা এই প্রথম।
এই এলাকায় নেশা নিয়ে পর্যাপ্ত সচেতনতা মূলক প্রচার নেই বলে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন।এলাকায় নেশাগ্রস্ত সংখ্যা বৃদ্ধি পাচ্ছে।প্রশাসনকে যথেষ্ট সজাগ দৃষ্টি রাখতে বলেছেন স্থানীয় বাসিন্দারা।
কিছুদিন আগে রাজ্যে আরজি করে ঘটনা নিয়ে রাজ্য উদ্বেল হয়েছিলো।মহিলাদের নিরাপত্তা নিয়ে বিক্ষোভে সামিল হয়েছিলেন নারী পুরুষেরা।
উত্তরপ্রদেশে(Uttar Pradesh Shocker) মেইনপুরীর (Mainpuri) আজাদনগর ঘটনা ভারতবর্ষের নারী নিরাপত্তা নিয়ে বিশেষ উদ্বেগের সৃষ্টি করেছে।বিষয়টি যেহেতু ঘরে তে বাড়ির লোকের হাতেই হেনস্থা তাই এই নিয়ে মানুষিক সচেতনতার প্রচেষ্টার দরকার আছে।
I am experienced three years in politics ,bengal culture,besides my experience & Our report is published after accurate data analysis