নরেন্দ্র মোদীর ঘোষণায় 15 হাজার টাকার সুবিধা পাচ্ছে যুবকরা

দিল্লি তে লালকেল্লা য় স্বাধীনতা দিবসের ভাষণে যুবকদের জন্য বড়ো ঘোষণা , 1 লক্ষ কোটি টাকার প্রকল্প ঘোষণা নরেন্দ্র মোদীর।

বিকশিত ভারত এর অধীনে ৭৯তম স্বাধীনতা দিবসে শুক্রবার 15 ই আগস্ট এই প্রকল্প ঘোষণা করেছেন।এই প্রকল্পের আওতায় একজন যুবক চাকরী পেলেই পাবেন 15 হাজার টাকা।

মোদী সরকারের 2024 এর বাজেট ঘোষণা হয়েছিলো এই প্রকল্পের ।বেসরকারি চাকরিতে প্রথমবার যুক্ত হলে প্রথম মাসেই পাবেন 15 হাজার টাকা।

এছাড়া এই জন্য সরকারের কোষাগার থেকে 3000 টাকা ভর্তুকি দেওয়া হবে নিয়োগকারী সংস্থাকে ।ইপিএফ ও এর মাধ্যমে এই ব্যাবস্থা পরিচালিত হবে।1 লক্ষ টাকা বেতন পাওয়া কর্মীরা এই সুবিধা পাবেন।প্রথম কিস্তি 6 মাসে ,দ্বিতীয় কিস্তি পাওয়া যাবে এক বছর চাকরী তে যুক্ত থাকলে। তিন কোটি যুবক যুবতী এই প্রকপ্লের দ্বারা সুবিধা পাবেন।

এছাড়াও জি এস টি তে আমূল পরিবর্তন আসতে চলেছে বলে জানান মোদী।এতে ক্ষুদ্র ,মাঝারি শিল্পের উন্নয়ন হবে ,কমবে করের বোঝা বলেন প্রধানমন্ত্রী।নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কমবে বলে তিনি জানিয়েছেন।

এদিন স্বাধীনতা দিবসের ভাষণে তিনি ডোনাল্ড ট্রাম্পের উদ্দেশ্য আত্মনির্ভর হওয়ার বার্তা দিয়েছেন।

এদিনের ভাষণে ভারতের বিশ্বশক্তির মধ্যে যোগদান,পাকিস্থান প্রসঙ্গ উঠে আসে। অপারেশন সিঁদুর নিয়ে প্রধানমন্ত্রী এদিন বলেন “ভারতীয়দের ক্রোধের প্রতিফলন”

এদিন তিনি সেনাবাহিনীর বীরত্ব নিয়ে বলেন ” ভারতীয় বীর সেনাদের পরাক্রম শত্রুদের বুকে ভয় ঢুকিয়ে দিয়েছে।২২শে এপ্রিলের পর, আমরা বাহিনীকে পরিকল্পনা, লক্ষ্য এবং সময় বেছে নেওয়ার পূর্ণ স্বাধীনতা দিয়েছিলাম।সেনাকে স্বাধীনতা দিয়েছিলাম”।এশিয়ার দেশগুলোর মধ্যে ভারতবর্ষ 2047 এর মধ্যে সামরিক দিক থেকে শক্তিশালী রাষ্ট্রে পরিণত হবে ভারতবর্ষ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Discover more from 12newsworld

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading