Acharya Sanjay Chakraborty : বাঙালি সঙ্গীত শিল্পীর বিরুদ্ধে যৌণ হেনস্থার অভিযোগ

Acharya Sanjay Chakraborty : বিখ্যাত বাঙালী সঙ্গীত শিল্পীর বিরুদ্ধে যৌণ হেনস্থার অভিযোগ, তিনি বিখ্যাত বাঙালি প্রথিতযশা শাস্ত্রীয় সঙ্গীতশিল্পী পণ্ডিত অজয় চক্রবর্তী (ajay chakraborty) র ভাই হয়।

এই সঙ্গীত শিল্পীর বিরুদ্ধে অভিযোগ নাবালিকা মহিলা কে সঙ্গীত শিক্ষার নামে যৌণ হেনস্থা র ।

এই শিল্পী আচার্য সঞ্জয় চক্রবর্তী সরকারি পুরষ্কার ও পেয়েছেন সঙ্গীত শিক্ষক (music teacher ) প্রিন্স বখতিয়ার শাহ রোডের প্রাণ সঙ্গীত অ্যাকাডেমিতে যৌণ হেনস্থা করেন।

এই সঙ্গীত শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ ১৫ বছরের নাবালিকাকে একাধিকবার যৌণ হেনস্থার চেষ্টা করেন আচার্য সঞ্জয় চক্রবর্তী (Acharya Sanjay Chakraborty) চারু মার্কেট থানায় অভিযোগ হয় ।

তিনি এই বিষয়ে সতর্ক হয়ে মুম্বাইয়ের একটি জায়গায় লুকিয়ে থাকেন। শ্রেয়া ঘোষালের (Shreya Ghoshal) ঘনিষ্ঠ গায়কের বাড়ি থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

তিনি সাম্প্রতিক একটি বাংলা গানে( recent bengali songs) ওই বাঙালি সঙ্গীত শিল্পীর গান গেয়েছেন ।তবে ওই সঙ্গীত শিল্পী এই বিষয় কিছু জানতেন না জানিয়েছেন ।

বিখ্যাত বাঙালি সঙ্গীত শিল্পী পণ্ডিত অজয় চক্রবর্তী তিনি ভাই হয় । এই নিয়ে অজয় চক্রবর্তী (ajay chakraborty) কোনো প্রতিক্রিয়া দেয়নি।

আলিপুর বিশেষ পকসো আদালতে এই বাঙালি সঙ্গীত শিল্পী আচার্য সঞ্জয় চক্রবর্তী কে হেফাজতে নিয়ে (Acharya Sanjay Chakraborty) মামলা শুরু হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *