Mamta Bandhopadhyay : স্পেস সাইন্স নিয়ে আমার পড়াশোনা আছে বিধানসMamta Bandhopadhyay : স্পেস সাইন্স নিয়ে আমার পড়াশোনা আছে বিধানসভায় বললেন মমতা

West Bengal CM : দেশের মেয়ে সুনিতা ফিরেছেন পৃথিবীতে।শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamta Bandhopadhyay) ।

রাজ্যের বিধানসভা তে ভারত রত্নের আবেদন , মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় ভারত রত্ন দেওয়ার আবেদন জানিয়েছেন কেন্দ্রীয় সরকারের কাছে।

এদিন তিনি বলেন দীর্ঘ অপেক্ষার পরে তাদের পৃথিবীতে ফেরা ,তাদের যে মানুষিক চাপ সহ্য করতে হয়েছে টা তিনি বোঝেন।

এছাড়াও তিনি সুণীতার অধ্যাবসায় নিয়েও প্রসংশা করেছেন।এদিন বিধানসভার পক্ষ থেকে সুনীতা উইলিয়ামস কে শুভেচ্ছা ও জানিয়েছেন মমতা।

স্পেস এক্সের রকেট এ চরে বুধ বার ভোর ৩:২৭ মিনিটে ফ্লোরিডার উপকূলে ,আটলান্টিক মহাসাগরে সফল অবতরন করে ড্রাগন ক্যাপসুল।

সুণীতাদের সাথে নভশ্চর ছিলেন নিক হেগ এবং রোসকসমোস মহাকাশচারী আলেকসান্দার গর্বুনভ, তাদের কে নিয়ে সফল অবতরন । তবে মহাকাশে গিয়েও ভোলেন নি ভারতীয় সংস্কৃতি ।গুজরাটের বাসিন্দা সুনীতা উইলিয়ামস নিয়ে গিয়েছিলেন একটি গণেশ মূর্তি ।যেটি তিনি সাথে রেখে অভিযানের সাফল্য কামনা করেন।তার বোন সংবাদ মাধ্যমে জানিয়েছেন।

রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় ও সুনীতা র ভারতীয় সংস্কৃতির বিষয় উল্লেখ করে বলেন ভারতীয় সংস্কৃতি তিনি রক্ষা করেছেন।তিনি খবর নিতেন সুনীতা র ।

এদিন তিনি বলেন কল্পনা চাওলাও গেছিলেন। ফিরতে পারেননি,তিনি বলেন স্পেস স্টেশনে কাটানো প্রতিটি মুহূর্ত তিনি উপলব্ধি করতে পারছেন।এদিন মমতা বলেন স্পেস সাইন্স নিয়ে আমার অভিজ্ঞতা আছে।মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়(Mamta Bandhopadhyay); বলেন প্লেন কি করে ফিরে আসে তা তিনি জানেন।স্পেস সাইন্স নিয়ে আমার পড়াশোনা আছে।

মহাকাশে স্পেস স্টেশনে একাধিক রেকর্ড গড়েছেন ভারতীয় এই নভোষ্চর তিনি ৬৭ ঘণ্টা হাঁটা।সবজি চাষ।করেছেন।

এছাড়া মহাকাশে ২৮৬ দিন অবস্থানকালে তিনি স্পেস শিপ নিয়ে পৃথিবীকে 4576 বার প্রদক্ষিণ করেছেন ,195 কিলোমিটার ভ্রমণ করেছেন।

ভারতীয় এই নভশ্চর কে ভারতরত্ন দেওয়ার আবেদন জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী।

By Argha Bhattacharyya

I am experienced three years in politics ,bengal culture,besides my experience & Our report is published after accurate data analysis

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *