Electric Motorcycle BMW : ভারতের বাজারে লঞ্চ হল BMW CE 02 বাইকের মতো দেখতে স্কুটার(BMW Electric scooter price) , অবিশ্বাস্য ফিচার এটি দ্বিতীয় মডেল ,প্রথমটির তুলনায় সস্ততেই পাওয়া যাবে 02 মডেলটি এই ইলেকট্রিক স্কুটার জানিয়েছে প্রস্তুতকারী কোম্পানি।

BMW CE 02 Features : এই নতুন লঞ্চ হওয়া স্কুটেরটি ৩.৯ কিলোওয়াট আওয়ার সমৃদ্ধ ব্যাটারি এর জন্য ব্যাটারি ফুল চার্জ করতে সময় নির্ধারিত ৫ ঘণ্টা ১২ মিনিট ,প্রায় ৯৫ কিলোমিটার গতিবেগ নিয়ে ছুটতে পারবে BMW CE 02 স্কুটার জানিয়েছে প্রস্তুতকারী কোম্পানি। bmw-electric-scooter-price-ce-02-launch
TVS ভারতে BMW প্রস্তুতের জন্য manufacturing কারখানা তৈরি করেছে।একশো টি দেশে এই কারখানায় তৈরি BMW G310 R, BMW 310 GS and BMW G310 RR মডেল গুলি বিক্রি হয়েছে।
গাড়িটিতে ১.৫ কিলোওয়াট চার্জার দেওয়া হয়েছে।এই স্কুটি টি পাওয়া যাচ্ছে দুটি কালার স্কিমে কসমিক ব্ল্যাক এবং কসমিক ব্ল্যাক ২ ,সিঙ্ক্রোনাস মোটর , ১৪ ইঞ্চি চাকা আছে ২৩৯ মিমি ও ২২০ মিমি ডিস্ক ব্রেক।একটি ইউএসবি টাইপ-সি চার্জিং পোর্ট, দুটি রাইড মোড আপনার রাইড আনন্দময় হবে। ফ্লো, সার্ফ, সিঙ্গেল চ্যানেল ও ৩.৫ ইঞ্চি মাইক্রো টিএফটি সমৃদ্ধ ব্যাবস্থা। আসনের উচ্চতা মাত্র ৭৪৫ মিলি মিটার
বিক্রম পওয়াহ BMW গ্রুপ ইন্ডিয়ার প্রেসিডেন্ট এবং সিইও তিনি জানিয়েছেন সংবাদমাধ্যমকে একটু আলাদা রকম পছন্দের মানুষদের জন্য বোল্ড স্টেটমেন্ট PluggedToLife থাকাকালীন নিজেকে আলাদা ভাবে পছন্দ করেছেন তাদের জন্য।পরিবেশবান্ধব স্টাইলিস্ট হালকা স্কুটার ও মজার আভাস পাবে।
Related Posts
lunar eclipse september 2024: Learn about the final eclipse of the full moon full of lunar eclipsesPutting two SIM cards in the same phone slot (sim card) may be fined by TRAI
CE 02 হল নতুন আরবান মোবিলিটি জন্য আইকন – দ্রুত, চটপটে, সৃজনশীল এবং একটি অভিজ্ঞতার মতো শহরের মধ্য দিয়ে চলে।
BMW CE 02 Price : এই নতুন মডেল গুলি দাম রাখা হয়েছে 4,49,900 টাকা ভারতীয় মুদ্রায়। একটি গাড়ির দাম এটি তবে কমফোর্ট ও ফিচার সমৃদ্ধ করবে বলছেন প্রস্তুতকারী সংস্থার দায়িত্বে থাকা কর্মীরা।
এক্স-শোরুম মূল্য (GST সহ) প্রযোজ্য রোড ট্যাক্স, RTO সংবিধিবদ্ধ কর/ফি, যুক্ত হবে স্থানীয় কর এবং বীমা ইত্যাদি যুক্ত হয়ে দাম বৃদ্ধি হতে পারে।BMW Motorrad Dealer কোলকাতা আহমেদাবাদ দীলি মুম্বাই চন্ডিগড় ইত্যাদি জায়গায় ডিলারদের সঙ্গে এই নিয়ে কথা বলতে পারেন। সংস্থার সাইটে BMW Electric scooter price and details তাদের এই স্কটার সম্বন্ধে জানতে সংস্থার সাইটে ভিজিট করে বিস্তারিত জানতে পারেন ।এই সম্বন্ধে সাহায্য বিষয় কোম্পানির তরফে জানানো হয়েছে।