12Newsworld

Stay updated with India's politics, Bengal's latest news, government programs, education jobs, and lifestyle insights

India sports and games : ভারতে হতে চলেছে বিশ্বকাপ জানিয়েছে খো খো ফেডারেশন অফ ইন্ডিয়া (kho-kho federation of india )

India sports and games : ভারতে হতে চলেছে বিশ্বকাপ জানিয়েছে খো খো ফেডারেশন অফ ইন্ডিয়া (kho-kho federation of india )

kho-kho federation of india : ভারতে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশ্বকাপ ( introduction of kho kho) ভারতের প্রাচীন খেলা গুলির মধ্যে কাবাডি জনপ্রিয় হয়েছে প্রো কাবাডি লীগ তার জন্য বিভিন্ন ফ্রাঞ্চাইজির দল তৈরি হয়েছে।তাই আঞ্চলিক ভারতীয় খেলাগুলির (India sports and games) জনপ্রিয়তা বৃদ্ধি তে আয়োজন খো খো বিশ্বকাপের

image

ভারতে অনুষ্ঠিত খো খো বিশ্বকাপে অংশগ্রহণ করছে ৬টি মহাদেশের ২৪টি দেশের খেলোয়াড়।খো খো খেলার মাধ্যমে চেতনা উদযাপন সেটি পৃথিবীতে ছড়িয়ে দেওয়ার প্রয়াস নিয়ে আন্তর্জাতিক খো খো ফেডারেশনের সাথে যৌথভাবে ভারতীয় খো খো ফেডারেশন উদ্যোগ নিয়েছে।

বিশ্বকাপে থাকবে ১৬টি পুরুষ ও ১৬টি মহিলা দল।ভারতীয় ঐতিহ্য খেলা গুলির মধ্যে খো খো যার সৃষ্টি ভারতে ১৯১৪ সাল বা তার কিছু পরেই মহারাষ্ট্রে এই খেলার উদ্ভব,নির্দিষ্ট সহজ নিয়মেই এই খেলা হয় তাই খো খো নাম দেওয়া হয়েছে। জানলে আশ্চর্য হবেন ভারতীয় খেলা গুলির(india sports and games ) মান যেখানে দেওয়া হয় না।সেখানে চুয়ান্ন টি দেশ খো খো খেলে ।

বিশ্বকাপের আয়োজনে ভারত প্রচারণায় তাই অভিনবত্ব দেশের স্কুলগুলিতে প্রচারের জন্য বেছে নেওয়া হয়েছে ।দশটি শহরের দুশো টি স্কুলে প্রচার হবে খো খো খেলা নিয়ে প্রাথমিক প্রচেষ্টা এই খেলার দ্বারা যুব সমাজকে উদ্বুদ্ধ করে তাদের চিন্তার উন্মেষ ঘটানো।মাদার অব অল গেম ভারত সরকার এই খেলাটিকে স্বীকৃতি দিয়েছে।

আমাদের খেলা গুলির মধ্যে ফুটবল টেনিস , রেসলিং ইত্যাদি নির্দিষ্ট সরঞ্জাম প্রয়োজন তার জন্য ফিটনেস দরকার হয় এখানে খেলার মাধ্যমেই তৈরি হয় ফিটনেস প্রয়োজন হয় না আলাদা ট্রেনিংয়ের।আপনি একটি খেলার মাধ্যমে বিভিন্ন খেলায় সহযোগিতা পাবেন খো খো খেলার দ্বারা

See also  Key Trends Transforming the Industry

এই খেলায় বিভিন্ন ডজ,ড্রাইভ , রিদিম দেখতে পাবেন প্রতিপক্ষ কে ঘায়েল জন্য টেকনিক সেগুলি আপনাকে আনন্দ দেয়।

ভারতীয় খো খো ফেডারেশন। সংস্থার সভাপতি সুধাংশু মিত্তাল এই খেলা নিয়ে উদগ্রীব তিনি এই খেলাটিকে প্রচার প্রসারের দ্বারা পৃথিবীর বিভিন্ন দেশে ছড়িয়ে দিতে চান ২০৩২ সালে অলিম্পিকে খো খো যুক্ত হয় তিনি জানিয়েছেন।ফ্র্যাঞ্চাইজি‌ লিগটি প্রথম বছর ২০২২ সালের আগস্টে আল্টিমেট খো খো টুর্নামেন্ট হয়। ছটি দল অংশ নেয়। চ্যাম্পিয়ন হয় গুজরাট জায়ান্টস।এই বছর খো খো বিশ্বকাপ ভারতীয় খেলার দুনিয়ায় (India sports and games) নতুন দিগন্ত সৃষ্টি হবে মনে করছে ।এই নিয়ে উৎসাহ দেখা দিয়েছে খো খো ফেডারেশনের (kho-kho federation of india) বিভিন্ন খেলার সঙ্গে যুক্ত ব্যাক্তিদের ,যেটি ভারতীয় খেলার দুনিয়ায় আরেকটি অর্জন মনে করছে ফেডারেশন।