Mercury planet : বুধ গ্রহের মাটিতে পাওয়া গেছে হিরের সন্ধান বিস্তীর্ণ এলাকা জুড়ে হিরে র পরত দাবি বিজ্ঞানীদের । Nature Communications তাদের জার্নালে এমনটাই প্রকাশ করেছে।
এই বিজ্ঞানীদের জার্নালে দাবি পৃথিবীর কাছের গ্রহ বুধের মাটিতে ধূসর আস্তরণ সেটা হীরের বিস্তীর্ণ পরত।এই গ্রহের চৌম্বকীয় তত্ব সেই ক্ষেত্রে আলাদা ,রকম হতে পারে বলে মনে করছে বিজ্ঞানীরা।
এই ধূসর বর্ণের আস্তরণ NASA-র Messanger গবেষণা সংস্থার তরফে গ্রাফাইট বলে জানিয়েছে।বিজ্ঞানী ইয়াংহো লিন যিনি এই বুধ গ্রহের( Mercury Plannet) ভিতরে থাকা কার্বন নিয়ে গবেষণা করছিলেন তিনি জানিয়েছেন লাভায় পরিপূর্ণ ওই মহাসাগর ঠান্ডা অবস্থায় এসেছে ,সেখানে কার্বন , সিলিকেট ধাতু থাকার প্রভূত সম্ভাবনা।
ধাতব উপাদান গুলি স্ফটিকে র মতো জমা হয়ে ওই কার্বন বর্তমানে হিরে তে রূপান্তরিত হয়েছে তিনি জানিয়েছেন। এই ক্ষেত্রে বুধের মাটির স্তরের গভীরতার বিচারে অন্তঃস্থল এবং বহিরাবরণের তাপমাত্রার, মধ্যে ফারাক ,এই মাটিতে চাপের জন্য ওই কার্বন হিরে তে রূপান্তরিত হয়েছে।
এই হীরে নিয়ে গবেষণায় বেলজিয়াম এবং চিনের বিজ্ঞানীরা লৌহ সিলিকা এবং কার্বন সঙ্গে১৯৭০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং ৭ গিগাপ্যাসক্যাল সালফার মিশিয়ে গবেষণা শুরু করে, পরীক্ষায় ব্যাবহৃত হয়েছে কম্পিউটার সিমুলেশন্স সিস্টেম ,তাতেই পরীক্ষিত হয়েছে বুধ গ্রহের( Mercury Plannet) মাটিতে ৯ মাইল অর্থাৎ ১৫ কিলোমিটার পুরু হিরের আস্তরণ তৈরি হয়েছে।
এই নিয়ে পরিবর্তিতে বিজ্ঞানীদের ওই মাটির নমুনা নিয়ে পরীক্ষার প্রয়োজন ,মহাকাশ গবেষণা এই পরীক্ষা প্রয়োজনীয় বলে মনে করছে সংশ্লিষ্ট বিজ্ঞানীরা।
I am experienced three years in politics ,bengal culture,besides my experience & Our report is published after accurate data analysis